Breaking News

পুকুরপাড়ে তরুণ-তরুণীকে আটকে পুলিশে দিল ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তরুণ-তরুণীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পাশের পুকুরপাড় থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজনের একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অপরজন বহিরাগত।  তাঁদের বাড়ি নাটোরে।

ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী জানান, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের পাশে পুকুরপাড়ে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে আটক করা হয়। পরে তাঁদের পরিচয় জানতে চাইলে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অপরজন বহিরাগত বলে পরিচয় দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রক্টরকে জানালে তিনি সেখানে পুলিশ পাঠান। পরে পুলিশ সেখান থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজসেবাবিষয়ক সম্পাদক আরিফুর রহমান বলেন, তাঁর নেতৃত্বে ক্রীড়াবিষয়ক সম্পাদক ফারহাদ কবীর, উপছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ইভানসহ কয়েকজন নেতাকর্মী নিয়ে তরুণ-তরুণীকে আটক করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আমাকে বিষয়টি জানালে আমি সেখানে পুলিশ পাঠাই। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।’
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, আটক তরুণ-তরুণীকে থানায় নিয়ে আসা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments