অস্ট্রেলিয়ার চিন্তা বাড়িয়ে দিয়েছে উইকেট!
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে নামার খেলতে নামার আগে
প্রবল চাপে রয়েছে একসময় বিশ্বকাঁপানো অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে হারের
হতাশার সঙ্গে যোগ হয়েছে উইকেট-সংক্রান্ত উদ্বেগ। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও
স্টিভ স্মিথরা জানতে পারেননি কী ধরণের উইকেটে খেলা হবে। কারণ আবহাওয়া
খারাপ থাকায় ঢাকা ছিল উইকেট। ফলে আচ্ছাদন সরিয়ে উইকেটের চরিত্র বোঝার
চেষ্টা করেও খুব একটা সফল হননি
অস্ট্রেলিয়ার ডারেন লেম্যান। হোম অ্যাডভান্টেজ নিতেই যে বাংলাদেশের পক্ষ থেকে উইকেট নিয়ে তাদের ধোঁয়াশায় রাখা হয়েছে, সেটি বুঝতে হয়ত সমস্যা হয়নি অজিদের।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা টেস্টে ঘরের মাটিতে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামে পারফরম্যান্সের পাশাপাশি মানসিক দিক থেকেও অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে তারা।
অন্যদিকে চট্টগ্রাম টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে মান বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। যদিও তাদের লড়াইটা মোটেও সহজ হবে না। বরং ঢাকার মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় জয়ের পর এবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
টাইগার বাহিনীর অধিনায়ক মুশফিকুর রহিম এমন লক্ষ্যের কথাই রোববারের সংবাদ সম্মেলনে। প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলিয়া দল যে অসম্ভব চাপে রয়েছে, সেটাকে বাংলাদেশের কাছে ‘নৈতিক জয়’ বলেও উল্লেখ করেন তিনি। মুশফিক বলেন, ‘প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়া বুঝে গিয়েছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল। এটা আমাদের কাছে মস্তবড় এক নৈতিক জয়। ওরা এখন প্রবল চাপে আছে।’ তবে এতেই আত্মতুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া চাপে আছে বলে আমরা গাছাড়া মনোভাব দেখালে চলবে না। ওরা বড় দল। কঠিন সময়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা ওরা ভালোই জানে। তাই আমাদের প্রথম টেস্টের মতো সংকল্প নিয়েই মাঠে নামতে হবে।’
মুশফিক আরো বলেন, ‘চট্টগ্রাম টেস্টের ফল যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের আশঙ্কা নেই আমাদের। তবুও বলব, এই টেস্টে ড্র নয়, জয় চাই আমরা। এখন আমাদের নজর ২-০ ফলের দিকে।’
বাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেল
বাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেলবাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেল
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় সম্পর্কে বলতে গিয়ে টাইগারদের সাফল্য সম্পর্কেও মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
ক্রিকেটের সবচেয়ে পরিচিত ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে তিনি বলেছেন, বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখা উচিত নয়। এটা তাদের রেকর্ডে আরেকটি বড় সাফল্য। এই জয় নিশ্চিত করেছে, তারা অবশেষে শীর্ষ দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতামূলক মাত্রায় পৌঁছাতে পেরেছে।
তিনি অবশ্য বাংলাদেশকে রিলাক্স না পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, আহত অস্ট্রেলিয়ান দল বিপজ্জনক প্রতিপক্ষ। তারা হেরে যাওয়ায় তারা নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
তিনি বলেছেন, মিরপর টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ধুঁকে ধুঁকে পরাজিত হওয়াটা অবাক কোনো ব্যাপার ছিল না। বরং কয়েক বছর ধরে তারা যে স্থবির অবস্থার মধ্যে ছিল, তাতে করে এই পরাজয় বিস্ময়কর নয়। তবে তার মতে, একটি ভুল তাদের এই পরাজয় অনিবার্য করে তুলেছিল। সেটা হলো সিরিজের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলা।
তিনি বলেন, এশিয়ান কন্ডিশনে ভালো স্পিন বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়া কোনোকালের ভালো করে না। তার উপর এবারের সফরের আগে বেতনভাতা নিয়ে লম্বা সময় ধরে বোর্ডের সাথে বিরোধ চলছিল। তারপর আবার তারা একটা প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেনি।
তিনি মাঠে পানির অজুহাতে অনুশীলন ম্যাচটি বাতিল করার কথাও উল্লেখ করেন।
মুমিনুল দলে! বাদ পড়ছেন কে?
সাধারণত উইনিং কম্বিনেশনে পরিবর্তন করা হয় না। কেউ ইনজুরির শিকার না হলে সচরাচর আগের ম্যাচ জেতা দলের কাউকে বাদ দেয়ার ঘটনা বিরল। মিরপুর টেস্টে সৌম্য সরকারকে নিয়ে অনেক কথাবার্তা হলেও দারুণ জয়ের পর সব চাপা পড়ে গেছে। এর রেশ ধরে বাংলাদেশ ম্যানেজমেন্ট টেস্ট সিরিজ শুরুর আগে বারবার উইনিং কম্বিনেশন না ভাঙার কথা বলেছিল। কিন্তু প্রথম টেস্টে অমন নজরকাড়া পারফরম্যান্স আর অবিস্মরণীয় জয়ের পরও চট্টগ্রামে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে।
একাদশে অন্তত একটি রদবদল হয়তো হবে- এমন ইঙ্গিত মিলেছিল ঢাকাতেই। মুমিনুল একাদশে ফিরতে পারেন, এমন আভাসও মিলেছিল। কক্সবাজারের এ মেধাবী উইলোবাজের দলে ফেরার পেছনে ‘ওপেনার সৌম্যর’ ব্যর্থতা আর তিন নম্বরে খেলতে নামা ইমরুল কায়েসের অনুজ্জ্বলতাকেই বড় কারণ বলে ভাবা হয়েছিল। অনেকেই বলেছেন সৌম্য আর ইমরুলের যে কারো জায়গায় ঢুকবেন মুমিনুল। সেই বলাবলি আংশিক সত্য হতে যাচ্ছে।
সব ইঙ্গিত ও জল্পনা-কল্পনাকে সত্য প্রমাণ করে আবার হয়তো ১১ জনে জায়গা হচ্ছে মুমিনুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ একাদশে মুমিনুলের থাকার একরকম নিশ্চিত।
রোববার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়ে প্রধান নির্বাক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। মুমিনুল হক ঢুকবে। আর শফিউল বাইরে থাকবে।’
প্রধান নির্বাচকের দেয়া এ তথ্যই বলে দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের গঠনশৈলী। তার মানে ঢাকায় ভীষণ অকার্যকর পেস ডিপার্টমেন্ট আরও ছোট করে এবং তার শক্তি কমিয়ে আরো একজন বাড়তি ব্যাটসম্যান দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি প্রধান নির্বাচকের কথায় আরও একটি সত্য লুকানো আছে; তা হলো প্রথম টেস্টে চরম ব্যর্থতার পরও দলে থাকছেন সৌম্য-ইমরুল।
তাদের ওপর এখনো আস্থা ও বিশ্বাস রেখেছেন কোচ হাথুরুসিংহে। শেরেবাংলায় পেসাররা একটি উইকেট না পাওয়ায় অবশ্য প্রশ্ন উঠেছিল, তাহলে দুই পেসার খেলানোর যৌক্তিকতা কী? শেষ পর্যন্ত দুই পেসার ফর্মুলা থেকে সড়ে এক পেসার নিয়ে মাঠে নামার চিন্তা। আর তাতেই শফিউলের নাম কর্তন। আর মুমিনুলের অন্তর্ভুক্তি।
প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী ব্যাটিং অর্ডারেও সে অর্থে রদবদল হবে না। তামিমের সঙ্গে সৌম্যই হয়তো ইনিংসের সূচনা করবেন। ইসরুল তিন নম্বরেই ব্যাট করবেন। আর মুমিনুল হয়তো তার মূল জায়গা চার নম্বরে ব্যাট করবেন। বলার অপেক্ষা রাখে না টেস্টে চার নম্বরে মমিনুল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
এই পজিসনে ৯ টেস্টে তিন শতক ও পাঁচ অর্ধশতকসহ মুমিনুলের সংগ্রহ ৮৭৭ রান। গড়ও সবার চেয়ে বেশি ৬২.৬৪। তার ক্যারিয়ার সেরা ইনিংসটিও (১৮১ চার নম্বরেই)। ভালো পারফরম করতে না পারা সৌম্য ও ইমরুল কায়েসের কারও একজনের জায়গায় নন, একজন পেসারের বদলে মুমিনুলকে খেলানো কেন?
এমন প্রশ্নও উকি ঝুঁকি দিচ্ছে। এর জবাব প্রধান নির্বাচক দেননি। তবে ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের পয়োমন্ত ভেন্যু। তার টেস্ট ক্যারিয়ারে চার সেঞ্চুরির তিনটিই চট্টগ্রামে। এই মাঠে মুমিনুলের শেষ টেস্ট সেঞ্চুরিটা (১৩১) ২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তার ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটি এই মাঠেই। ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংস সাজিয়েছিলেন ইমরুল।
এছাড়া বাংলাদেশ যে গত মাসে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সেই ওয়ার্মআপ ম্যাচেও সর্বাধিক ৭২ রান করেছিলেন মুমিনুল। কাজেই এই মাঠে তার আগের ভালো খেলাকেই অবশেষে বিবেচনায় এনেছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়ার ডারেন লেম্যান। হোম অ্যাডভান্টেজ নিতেই যে বাংলাদেশের পক্ষ থেকে উইকেট নিয়ে তাদের ধোঁয়াশায় রাখা হয়েছে, সেটি বুঝতে হয়ত সমস্যা হয়নি অজিদের।
চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা টেস্টে ঘরের মাটিতে অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামে পারফরম্যান্সের পাশাপাশি মানসিক দিক থেকেও অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে তারা।
অন্যদিকে চট্টগ্রাম টেস্টে সিরিজে সমতা ফিরিয়ে মান বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। যদিও তাদের লড়াইটা মোটেও সহজ হবে না। বরং ঢাকার মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্মরণীয় জয়ের পর এবার চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে বাংলাদেশ।
টাইগার বাহিনীর অধিনায়ক মুশফিকুর রহিম এমন লক্ষ্যের কথাই রোববারের সংবাদ সম্মেলনে। প্রথম টেস্টে হারার পর অস্ট্রেলিয়া দল যে অসম্ভব চাপে রয়েছে, সেটাকে বাংলাদেশের কাছে ‘নৈতিক জয়’ বলেও উল্লেখ করেন তিনি। মুশফিক বলেন, ‘প্রথম টেস্টের পর অস্ট্রেলিয়া বুঝে গিয়েছে নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কতটা ভয়ংকর দল। এটা আমাদের কাছে মস্তবড় এক নৈতিক জয়। ওরা এখন প্রবল চাপে আছে।’ তবে এতেই আত্মতুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া চাপে আছে বলে আমরা গাছাড়া মনোভাব দেখালে চলবে না। ওরা বড় দল। কঠিন সময়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, তা ওরা ভালোই জানে। তাই আমাদের প্রথম টেস্টের মতো সংকল্প নিয়েই মাঠে নামতে হবে।’
মুশফিক আরো বলেন, ‘চট্টগ্রাম টেস্টের ফল যাই হোক না কেন, অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারের আশঙ্কা নেই আমাদের। তবুও বলব, এই টেস্টে ড্র নয়, জয় চাই আমরা। এখন আমাদের নজর ২-০ ফলের দিকে।’
বাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেল
বাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেলবাংলাদেশের জয় নিয়ে যা বললেন ইয়ান চ্যাপেল
বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় সম্পর্কে বলতে গিয়ে টাইগারদের সাফল্য সম্পর্কেও মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
ক্রিকেটের সবচেয়ে পরিচিত ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে তিনি বলেছেন, বাংলাদেশের অর্জনকে খাটো করে দেখা উচিত নয়। এটা তাদের রেকর্ডে আরেকটি বড় সাফল্য। এই জয় নিশ্চিত করেছে, তারা অবশেষে শীর্ষ দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতামূলক মাত্রায় পৌঁছাতে পেরেছে।
তিনি অবশ্য বাংলাদেশকে রিলাক্স না পরামর্শও দিয়েছেন। তিনি বলেন, আহত অস্ট্রেলিয়ান দল বিপজ্জনক প্রতিপক্ষ। তারা হেরে যাওয়ায় তারা নিঃসন্দেহে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে।
তিনি বলেছেন, মিরপর টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ধুঁকে ধুঁকে পরাজিত হওয়াটা অবাক কোনো ব্যাপার ছিল না। বরং কয়েক বছর ধরে তারা যে স্থবির অবস্থার মধ্যে ছিল, তাতে করে এই পরাজয় বিস্ময়কর নয়। তবে তার মতে, একটি ভুল তাদের এই পরাজয় অনিবার্য করে তুলেছিল। সেটা হলো সিরিজের আগে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেলা।
তিনি বলেন, এশিয়ান কন্ডিশনে ভালো স্পিন বোলিংয়ের মুখে অস্ট্রেলিয়া কোনোকালের ভালো করে না। তার উপর এবারের সফরের আগে বেতনভাতা নিয়ে লম্বা সময় ধরে বোর্ডের সাথে বিরোধ চলছিল। তারপর আবার তারা একটা প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেনি।
তিনি মাঠে পানির অজুহাতে অনুশীলন ম্যাচটি বাতিল করার কথাও উল্লেখ করেন।
মুমিনুল দলে! বাদ পড়ছেন কে?
সাধারণত উইনিং কম্বিনেশনে পরিবর্তন করা হয় না। কেউ ইনজুরির শিকার না হলে সচরাচর আগের ম্যাচ জেতা দলের কাউকে বাদ দেয়ার ঘটনা বিরল। মিরপুর টেস্টে সৌম্য সরকারকে নিয়ে অনেক কথাবার্তা হলেও দারুণ জয়ের পর সব চাপা পড়ে গেছে। এর রেশ ধরে বাংলাদেশ ম্যানেজমেন্ট টেস্ট সিরিজ শুরুর আগে বারবার উইনিং কম্বিনেশন না ভাঙার কথা বলেছিল। কিন্তু প্রথম টেস্টে অমন নজরকাড়া পারফরম্যান্স আর অবিস্মরণীয় জয়ের পরও চট্টগ্রামে বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারদিকে।
একাদশে অন্তত একটি রদবদল হয়তো হবে- এমন ইঙ্গিত মিলেছিল ঢাকাতেই। মুমিনুল একাদশে ফিরতে পারেন, এমন আভাসও মিলেছিল। কক্সবাজারের এ মেধাবী উইলোবাজের দলে ফেরার পেছনে ‘ওপেনার সৌম্যর’ ব্যর্থতা আর তিন নম্বরে খেলতে নামা ইমরুল কায়েসের অনুজ্জ্বলতাকেই বড় কারণ বলে ভাবা হয়েছিল। অনেকেই বলেছেন সৌম্য আর ইমরুলের যে কারো জায়গায় ঢুকবেন মুমিনুল। সেই বলাবলি আংশিক সত্য হতে যাচ্ছে।
সব ইঙ্গিত ও জল্পনা-কল্পনাকে সত্য প্রমাণ করে আবার হয়তো ১১ জনে জায়গা হচ্ছে মুমিনুলের। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ একাদশে মুমিনুলের থাকার একরকম নিশ্চিত।
রোববার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়ে প্রধান নির্বাক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন। মুমিনুল হক ঢুকবে। আর শফিউল বাইরে থাকবে।’
প্রধান নির্বাচকের দেয়া এ তথ্যই বলে দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় টেস্টের গঠনশৈলী। তার মানে ঢাকায় ভীষণ অকার্যকর পেস ডিপার্টমেন্ট আরও ছোট করে এবং তার শক্তি কমিয়ে আরো একজন বাড়তি ব্যাটসম্যান দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি প্রধান নির্বাচকের কথায় আরও একটি সত্য লুকানো আছে; তা হলো প্রথম টেস্টে চরম ব্যর্থতার পরও দলে থাকছেন সৌম্য-ইমরুল।
তাদের ওপর এখনো আস্থা ও বিশ্বাস রেখেছেন কোচ হাথুরুসিংহে। শেরেবাংলায় পেসাররা একটি উইকেট না পাওয়ায় অবশ্য প্রশ্ন উঠেছিল, তাহলে দুই পেসার খেলানোর যৌক্তিকতা কী? শেষ পর্যন্ত দুই পেসার ফর্মুলা থেকে সড়ে এক পেসার নিয়ে মাঠে নামার চিন্তা। আর তাতেই শফিউলের নাম কর্তন। আর মুমিনুলের অন্তর্ভুক্তি।
প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী ব্যাটিং অর্ডারেও সে অর্থে রদবদল হবে না। তামিমের সঙ্গে সৌম্যই হয়তো ইনিংসের সূচনা করবেন। ইসরুল তিন নম্বরেই ব্যাট করবেন। আর মুমিনুল হয়তো তার মূল জায়গা চার নম্বরে ব্যাট করবেন। বলার অপেক্ষা রাখে না টেস্টে চার নম্বরে মমিনুল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
এই পজিসনে ৯ টেস্টে তিন শতক ও পাঁচ অর্ধশতকসহ মুমিনুলের সংগ্রহ ৮৭৭ রান। গড়ও সবার চেয়ে বেশি ৬২.৬৪। তার ক্যারিয়ার সেরা ইনিংসটিও (১৮১ চার নম্বরেই)। ভালো পারফরম করতে না পারা সৌম্য ও ইমরুল কায়েসের কারও একজনের জায়গায় নন, একজন পেসারের বদলে মুমিনুলকে খেলানো কেন?
এমন প্রশ্নও উকি ঝুঁকি দিচ্ছে। এর জবাব প্রধান নির্বাচক দেননি। তবে ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মুমিনুলের পয়োমন্ত ভেন্যু। তার টেস্ট ক্যারিয়ারে চার সেঞ্চুরির তিনটিই চট্টগ্রামে। এই মাঠে মুমিনুলের শেষ টেস্ট সেঞ্চুরিটা (১৩১) ২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে। তার ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটি এই মাঠেই। ২০১৩ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ইনিংস সাজিয়েছিলেন ইমরুল।
এছাড়া বাংলাদেশ যে গত মাসে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে এসেছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সেই ওয়ার্মআপ ম্যাচেও সর্বাধিক ৭২ রান করেছিলেন মুমিনুল। কাজেই এই মাঠে তার আগের ভালো খেলাকেই অবশেষে বিবেচনায় এনেছেন নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
No comments