Breaking News

সমালোচকদের মুখ বন্ধ করার একটাই উপায়



সৌম্য সরকারের টেস্ট দলে থাকা নিয়ে সমালোচনা কম হয়নি। সৌম্যকে জায়গা ছেড়ে দিতে ইমরুল কায়েসকে ওপেনিং থেকে সরে যেতে হয়েছে।



আবার ইমরুলকে ওয়ানডাউনে খেলানোয় মুমিনুল হকেরও জায়গা হুমকির মুখে পড়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে এবার সৌম্যর ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। কিন্তু তাকে নিয়ে সমালোচনা থামছে না।

কাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সৌম্য জানালেন, রান করেই সমালোচকদের মুখ বন্ধ করতে চান। তিনি বলেন, ‘এই সময়টায় আমি ফেসবুকে কম যাওয়ার চেষ্টা করি। আমাদের দেশে ভালো খেললে বেশি আলোচনা হয়, খারাপ খেললেও কথা হয়। এটাকে ইতিবাচকভাবে দেখি। ভালো-মন্দ যাই হোক, সবাই আমাকে নিয়ে কথা বলছে। এসব ভেবে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি। সমালোচকদের মুখ বন্ধ করার একটাই উপায়, রান করা। পরিশ্রম করি বেশি রান করার জন্য।’

নয় টেস্টে ১৭ ইনিংসে মাত্র চারবার দুই অংকের নিচে আউট হয়েছেন সৌম্য। হাফ সেঞ্চুরি মাত্র চারটি। কোনো সেঞ্চুরি নেই।

তিনি বলেন, ‘টেস্টে তিন অংক ছুঁতে পারা বড় ব্যাপার। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। অস্ট্রেলিয়া সিরিজে পরিকল্পনা ছিল। যেহেতু পারিনি, পরের সিরিজে যাতে নিয়মিত ব্যাটিং ভালো করতে পারি, সেই চেষ্টা করব।’

কোচ চন্ডিকা হাথুরুসিংহে সৌম্যর ব্যাটিং পছন্দ করেন। তাই টেস্ট দলেও তাকে নেয়া। দক্ষিণ আফ্রিকায় পেস সহায়ক কন্ডিশনে ভালো করার ব্যাপারে সৌম্য বলেন, ‘ওখানে রান করতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যাবে। শ্রীলংকায় রান পেয়েছিলাম। একই ধরনের উইকেটে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়েছে। শুরুটা ভালো করলেও একেকটা ভুলের জন্য আউট হয়ে গেছি।’

No comments