মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১৯
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ১১৯ জন নিহতের খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ চাপা পড়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে।
ভূকম্পনের পরপরই মেক্সিকো সিটির বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবন ধ্বসে পড়েছে, যাতে আটকে পড়েছে অনেক মানুষ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর ৮.১ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহতের ঘটনা ঘটে।
রয়টার্স জানিয়েছে, ১৯৮৫ সালের পর এটিই মেক্সিকো উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। তিন দশক আগের ওই ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
Post Comment
No comments