বিশ্বের শীর্ষ আয়ের পাঁচ সুন্দরী অভিনেত্রী


বিশ্বের শীর্ষ আয়ের পাঁচ সুন্দরী অভিনেত্রী
                                                                        সংগৃহীত ছবি
সিনে জগতের তারকাদের নিয়ে দর্শক ভক্তদের আগ্রহ একটু বেশিই থাকে। তারা কি করছেন, কোথায় যাচ্ছেন, পারিশ্রমিক কত? কার সঙ্গে প্রেম করছেন ইত্যাদি।
চলুন তাহলে জেনে নিই বিশ্বের শীর্ষ আয়ের পাঁচ সুন্দরী অভিনেত্রীর নাম ও আয়ের পরিমাণ। ১. জেনিফার লরেন্স : 
হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স। গত বছর আয় করেছেন ৪৫ মিলিয়ন ডলার। সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের তালিকায় তার নামটাই সবার শীর্ষে।
২. মেলিসা ম্যাককার্থি : 

যুক্তরাষ্ট্রের বাসিন্দা মেলিসা ম্যাককার্থি। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ফ্যাশন ডিজাইনিং এবং ছবি প্রযোজনাও করেন তিনি। সে কারণে আয়টাও অনেক বেশি। গেল বছর কমপক্ষে ৩৩ মিলিয়ন ডলার জমা হয়েছে তার অ্যাকাউন্টে।
৩. স্কারলেট জোহানসন :

২৫ মিলিয়ন ডলার আয় করেই তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের আরেক অভিনেত্রী, মডেল এবং গায়িকা স্কারলেট জোহানসন।
৪. জেনিফার অ্যানিস্টন :

যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী গত বছর আয় করেছেন ২১ মিলিয়ন ডলার। ৪৭ বছর বয়সী জেনিফার অবশ্য শুধু অভিনেত্রী নন, প্রযোজনা এবং ব্যবসা থেকেও আয় আসে তার।
৫. ফ্যান বিংবিং :

অনেকে হয়ত নামটি দেখে অবাক হচ্ছেন। হ্যাঁ, ফোর্বসের তালিকায় চীনের এই অভিনেত্রী ও গায়িকার নামই এসেছে পঞ্চম স্থানে। গত বছর ১৭ মিলিয়ন ডলার আয় করেছেন বিংবিং।

No comments