Breaking News

প্রশ্ন উঠছে, মুশফিকের অধিনায়কত্ব নিয়ে।

মুশফিকুর রহিম















        মুশফিকুর রহিম





সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটি-বোলিং দুই বিভাগেই ধস নামায় সমালোচনার মুখে পড়ছেন তিনি। আর টস তো রয়েছেই। ফলে প্রশ্ন উঠছে, মুশফিকের অধিনায়কত্ব নিয়ে। সম্ভবত দক্ষিণ আফ্রিকাই হতে যাচ্ছে তার নেতৃত্বে খেলা শেষ টেস্ট সিরিজ।
বাংলাদেশের পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ দেড় মাস পর। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজে বাংলাদেশের নেতৃত্ব কে দিবেন?
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক একটি অনলাইন পোর্টালকে জানিয়েছেন, ‘আমরা মুশফিকের বিকল্প ভাবতে শুরু করেছি। টেস্ট অধিনায়ক হিসেবে তার কিছু বক্তব্য গ্রহণযোগ্য নয়। অনেক সিদ্ধান্তও ভুল হচ্ছে।’
মুশফিককে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হলে টেস্ট দলের সম্ভাব্য অধিনায়ক হতে পারেন তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল অথবা মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে যেকোনো একজন।
বিসিবির আগ্রহটা সাকিবের দিকেই বেশি। তবে সাকিব আদৌ টেস্ট খেলবেন কি না বা খেললেও নিয়মিত খেলবেন কি না- এটাই এখন ভাবনার বিষয়। কারণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। সাকিবকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিসিবি।
সাকিব না হলে তামিমের সম্ভবনা বেশি বলে জানিয়েছে সূত্র। মাহমুদুল্লাহর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাবের কারণেই তার ওপর আস্থা রাখতে পারছে না বোর্ড।
বিসিবির ওই পরিচালক অবশ্য বলেছেন, ‘পরবর্তী টেস্ট সিরিজের আগে আমাদের হাতে যথেষ্ট সময় আছে। মুশফিকের পরিবর্তে কাকে দায়িত্ব দেয়া হবে, সেই আলোচনা এখনো হয়নি। বোর্ড নিশ্চয়ই ওদের সাথে কথা বলবে।’
উল্লেখ্য, টেস্টে বাংলাদেশ সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে মুশফিকুর রহিমের নেতৃত্বেই। বাংলাদেশ দলের ১০টি টেস্ট জয়ের সাতটিই তার অধিনায়কত্বে। ব্লুমফন্টেইন টেস্টের আগে মোট ৩৩টি টেস্টে নেতৃত্ব দিয়ে সাত জয় ছাড়াও মুশফিকের দল ড্র করেছে নয়টি টেস্টে। হার ১৭টিতে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে টেস্টে বাংলাদেশের উত্থানও তার হাত ধরেই।
মুশফিকের কড়া সমালোচনায় পাপন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট বাংলাদেশ। ফলে চারদিকে সমালোচনার ঝড়। তবে সবকিছু ছাপিয়ে দুই টেস্টেই বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের টসে জিতে বোলিং নেয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন ক্রিকেট বিশ্লেষকরা। এদিকে মুশফিকের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
প্রথম টেস্ট টস জিতে ফিল্ডিং নিয়ে সারাদিনে মাত্র একটি উইকেটের পতন ঘটাতে পেরেছিলো বাংলাদেশ। এই সিদ্ধান্ত যে ভুল ছিল পরে সংবাদ সম্মেলনে তা স্বীকার করেন মুশফিক। কিন্তু দ্বিতীয় টেস্টেও একই সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। স্বভাবতই আবারও সমালোচনার কেন্দ্রবিন্দুতে মুশফিক। কিন্তু সংবাদ সম্মেলনে এসে উল্টা হতাশা প্রকাশ করে মুশফিক বলেছিলেন, “আমার তো মনে হচ্ছে, টসে জেতাটাই ভুল হয়ে গেছে ভাই! শেষ দুইটা ম্যাচে যা হচ্ছে, জীবনে কখনও এমন হয়নি- মনে হচ্ছে টস হারলেই ভালো হয়।”
এদিকে মুশফিকের এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন নাজমুল হাসান পাপন। দেশে থেকে মুশফিকের কঠোর সমালোচনা করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “ব্যাটিং না নেয়ার কোনো যুক্তিই হতে পারে না। আপনি কোনো লজিক দিয়েই তা বুঝাতে পারবেন না। এটা একমাত্র মুশফিকেই বলতে পারবে।”
তবে খেলাচলাকালীন মুশফিককে বাড়তি চাপ না দেয়ার কথাও বলেছেন পাপন, “খেলাচলাকালীন এসব কথা বললে আরো নার্ভাস হয়ে যাবে সে (মুশফিক)। তাই আমি কিছুই বলিনি।”

No comments