Breaking News

ঈদের দিন বৃষ্টির আভাস

ভাদ্র মাসের মাঝামাঝি এলেও বৃষ্টির রেশ কাটেনি বাংলাদেশের অনেক এলাকায়। মৌসুমী বায়ু দুর্বল অবস্থায় রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী ২ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আজহা; সেদিন সকালে ঈদের নামাজের পর পশু কোরবানি দেবে মুসলিম সম্প্রদায়।  সকালে বৃষ্টি হলে নামাজ ও কোরবানি দিতে সমস্যার কথাই বলেন সবাই। তবে ঈদের দিন বিকালে বৃষ্টি হলে পশু কোরবানির বর্জ্য ধুয়ে যায়।

আবহাওয়া পরিস্থিতির খবর নিতে গিয়ে জানা যায়, আগামী কয়েকদিন রাজধানীতে দিনের যে কোনো সময় থেমে থেমে দুই-এক পশলা বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামসহ ঊপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টি হবে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয়; তবে বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
“আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বৃষ্টি হবে। ঈদের দিন সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
২ সেপ্টেম্বরের আগাম আভাস জানালেও ‘সঠিকভাবে’ ঈদের দিনে আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার জানানো হবে বলে জানান এই আবহাওয়াবিদ।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টি হলেও চাঁদপুরে দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি মাত্রায় বৃষ্টি ঝরে।
৭২ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

No comments