Breaking News

সাবেক প্রেমিকের হাতে ধর্ষণের শিকার গৃহবধূ

রাজধানীর রামপুরায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর অভিযোগ, বুধবার বিকালে তার সাবেক প্রেমিক দ্বীন ইসলাম তাকে ধর্ষণ করে পালিয়ে গেছে।



রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

গৃহবধূর স্বামী জানান, তিনি বুধবার বাসা থেকে বাইরে গেলে দ্বীন ইসলাম তার সঙ্গীয় ৪-৫ জনকে নিয়ে বাসায় ঢোকে। তারা তার স্ত্রীকে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি বাসায় এলে স্ত্রী তাকে বিষয়টি খুলে বলে।

রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা যুগান্তরকে জানান, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

No comments