রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ২
ফাইল ছবি
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, সোমবার শেষ রাতের দিকে উখিয়ার কুতুপালং মধুরছড়ায় গুলশানপাহাড় নামক স্থানে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
মি. খায়ের জানিয়েছেন, গুলশানপাহাড় জায়গাটি মূলত বন্য হাতির আবাস।
কয়েকদিন আগে সেখানে বন্য হাতি চলাচলের রাস্তার উপরেই গড়ে ওঠে রোহিঙ্গা ক্যাম্প।
সোমবার শেষ রাতের দিকে ঐ ক্যাম্পে একদল বন্যহাতি আক্রমণ চালালে দুইজন রোহিঙ্গা হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যায়।
হঠাৎ এমন আক্রমনে সবাই শংকিত হয়ে পড়লে, দৌঁড়াদৌড়িতে আররো কয়েকজন আহত হয়েছেন বলে তিনি জানান।
সকাল থেকে সেখানে বনবিভাগের কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঐ ক্যাম্পে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে।
কক্সবাজার এলাকায় গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
Post Comment
No comments