দেড় হাজার ভুয়া পুলিশ কিয়ারেন্সসহ গ্রেফতার ৪
তিনি বলেন, গ্রেফতার হওয়া চক্রটি মার্চ মাস থেকে ভুয়া পুলিশ কিয়ারেন্স দেয়ার মাধ্যমে প্রতারণা শুরু করে। তাদের সাথে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা কিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। চক্রটি প্রতিটি কিয়ারেন্স দেয়ার জন্য ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সাথে মাত্র ৫০০ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ কিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পড়ে এ ধরনের কিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছে।
আবদুল বাতেন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৬১২টি জাল পুলিশ কিয়ারেন্স, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিাপ্রতিষ্ঠানের ৬৯টি নকল সিল, নোটারি পাবলিকের তিনটি অ্যাম্বুস সিল, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির ৬১৭টি সিল ও তিনটি পাঞ্চ মেশিনসহ প্রতারণার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ চক্রের সাথে আরো যারা জড়িত তাদের ধরা হবে বলে তিনি জানান।
No comments