ভ্রমণ: পর্যটক আগমনে প্রাণ ফিরেছে পাহাড়ে
গত ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসের কারণে ধস নেমেছে এখানকার পর্যটন শিল্পেও। এরি প্রভাবে এবছর রমজান ও কোরবানির ঈদে আশানুরূপ পর্যটক দেখা যায়নি সবুজের স্বর্গ রাঙামাটিতে।ফলে লোকশানে দিন গুনেছে এখানকার হোটেল-মোটেল ও পর্যটন কর্তৃপক্ষ। তবে পর্যটন দিবস, দুর্গোৎসব ও সামনের পর্যটন মৌসুমকে ঘিরে জমেছে উঠেছে এখানকার পর্যটনখ্যাত। হোটেল-মোটেলগুলোতে খোঁজ নিয়ে জানা যায় আশানুরূপ ভাবে বুকিং আছে সবগুলোতেই।
এবিষয়ে রাঙামাটি পর্যটন হলিডে
কমপেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, আমাদের হোটেল-মোটেল
গুলোতে পর্যাপ্ত পরিমাণ বুকিং রয়েছে। গত কয়েকদিনে আমরা ৮০-৯০ শতাংশ রুম
বুকিং পেয়েছি।
পর্যটন বোটঘাটের ম্যানেজার রমজান আলী
বলেন, আমাদের গত কয়েকদিন থেকে ভালো বোট ভাড়া হচ্ছে। আশাকরছি সামনের পর্যটন
মৌসুমকে ঘিরে তা আরো বাড়বে।
হোটেল নাদিশা ইন্টারন্যাশনাল'র ম্যানেজার
শাহিনুর রহমান জানান, পাহাড় ধসের পর এবছর দুই ঈদে আশানুরূপ পর্যটক না
থাকলেও এখন কিছুটা প্রাণ ফিরেছে। গত তিন-চার দিনে আমরা ৬০-৭০ শতাংশ রুম
বুকিং পেয়েছি।
Post Comment
No comments