Breaking News

বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি।


আশা ছিল গিনেস বুকে রেকর্ড গড়বেন। এজন্য পৃথিবীর দীর্ঘতম শাড়ি তৈরি করান শ্রীলংকার এক বিউটিশিয়ান।
 
কিন্তু তার সেই আশা এখন বিপত্তির কারণ হতে চলেছে। ৩ মাইল লম্বা বিয়ের শাড়ি পরে এখন বিতর্কের মুখে পড়েছেন ওই বিউটিশিয়ান। 
 
বিতর্কের কারণ, ওই তিন মাইল লম্বা শাড়ি ধরার জন্য প্রায় ২৫০ শিক্ষার্থীকে ব্যবহার করা হয়েছিল। ওই শাড়িপরিহিত বিউটিশিয়ান দাবি করছেন, এটিই বিশ্বে সবচেয়ে লম্বা বিয়ের শাড়ি। খবর বিবিসির।
 
দ্বীপরাষ্ট্রের অন্যতম শহর ক্যান্ডির রাস্তায় দীর্ঘ শাড়ি পরে ঘুরছেন কনে। সেই শাড়ির আঁচল ধরে রেখেছে ক্ষুদে পড়ুয়ার দল। এমনই ছবি ভাইরাল হয়। তার পরেই বিতর্ক শুরু।
 
বিবিসি জানাচ্ছে, এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে শ্রীলংকায়। কেন শিশুদের এই কাজে ব্যবহার করা হলো- তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে শিশু সুরক্ষা কর্তৃপক্ষ।
 
অভিযোগ করা হচ্ছে, তিন মাইল লম্বা শাড়ি ধরতে প্রবল গরমে রাস্তার ধারে ঘণ্টার পর ঘণ্টা শিশুদের দাঁড় করিয়ে রাখা হয়। কেন এমন করা হলো তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

No comments