৭ বছরের বন্ধুত্ব, অতঃপর তাসকিনের বিয়ে
জানা গেছে, কনে রাবেয়া নাঈমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের দু’জনের বাসাই মোহাম্মদপুরে।
বিয়ের অনুষ্ঠানে তাসকিন আহমেদের নিকটাত্মীয় ছাড়াও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাসকিন ও তার নববধূ্ নাঈমার বেশ কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
তাৎক্ষনিকভাবে বিয়ে প্রসঙ্গে তাসকিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফেরেন তাসকিন আহমেদ।
Post Comment
No comments