জেলে গিয়ে রাখির সঙ্গে কী করছেন রাম রহিম?

এমনটাই ঘটেছে। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে।
সম্প্রতি বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত রাম রহিমের বায়োপিক নির্মাণের কাজ শুরু করেন। ছবিতে রাম রহিমের পালিত কন্যা বর্তমানে পলাতক হানিপ্রীত ইনসানের চরিত্রে দেখা যাবে রাখিকে। আর ছবিটি রাখি ও তার ভাই রাকেশ সাওয়ান্ত প্রযোজনা করছেন।
সিনেমায় রাম রহিমের চরিত্রে অভিনয় করবেন রাজা মুরাদ।
সিনেমার নাম ‘আব ইনসাফ হোগা’। এরই মধ্যে ওই সিনেমার বেশ কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
নারী ভক্তদের ধর্ষণের দায়ে গত ২৫ আগস্ট দোষী সাব্যস্ত হন রাম রহিম। এরপর তাকে নেয়া হয় রোহতক শহর থেকে ১০ কিলোমিটার দূরের সানোরিয়া কারাগারে। এ ঘটনায় ধর্ষকগুরুর সমর্থকদের তাণ্ডবে ৩১ জন নিহত ও ২৫০ জন আহত হন। পরে সিবিআই আদালত রাম রহিমকে পৃথক দুই অভিযোগে ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ড দেন।
No comments