Breaking News

ঈদের তিন নাটকে নতুন মুখ যশোরের মাহমুদা

ছোট পর্দায় নবাগতের তালিকায় এবার যুক্ত হলেন যশোরের মাহমুদা আক্তার। ঈদুল আযহা উপলক্ষে বেসরকারি টেলিভিশনে মাহমুদা অভিনীত তিনটি নাটক প্রচারিত হবে।


সাখাওয়াত হোসেন মানিক পরিচালিত তিনটি নাটকের মধ্যে দুইটি এক ঘণ্টার আর একটি ৬ পর্বের ধারাবাহিক।

ধারবাহিক নাটকটির নাম ‘রূপালী’। অন্য দু’টি হল, ‘দয়াময় মিষ্টান্ন ভান্ডার’ ও ‘সেলফি কুমার’।

‘দয়াময়’ নাটকটি ঈদের আগের দিন এটিএন বাংলায় রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে। আর ঈদের দিন থেকে রাত সাড়ে ৮টায় একুশে টিভিতে ৬ পর্বের ‘রূপালী’ নাটকটি প্রচারিত হবে।


ধারাবাহিক ‘রূপালী’ নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর তার মামাতো বোনের চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা আক্তার।

নাটকে পূর্ণিমা মামার বাসায় থাকেন। মামাতো বোনের সঙ্গে তার খুব সখ্যতা। সুখ-দুঃখ নিয়ে মামাতো বোনের সঙ্গে তার জীবনের একটি অংশ রয়েছে। নাটকটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছেন এই নবাগতা।

‘দয়াময় মিষ্টান্ন ভান্ডার’ ও ‘সেলফি কুমার’ নাটক দু’টি হচ্ছে গ্রাম্যধাচের। ‘সেলফি কুমার’ নাটকের দুই অভিনেত্রীর একজন মাহমুদা। অন্যজন হচ্ছেন লাক্স তারকা তাসনোভা এলভিন।

মাহমুদা বলেন- বাংলা নাটকের প্রতি তার ছোটবেলা থেকেই আগ্রহ বেশ। একটু বুঝতে শেখার পর ভারতীয় সিরিয়ালের প্রতি অনিহা বাড়তে থাকে।

এক পর্যায়ে মিডিয়াতে কাজ করার মনোবাসনা জাগে। অনলাইনের মাধ্যমে যোগাযোগ হয় প্রযোজক জাহাঙ্গীর আলমের সঙ্গে। তারপর তিনি এবং পরিচালক সাখাওয়াত হোসেন মানিক অডিশন নিয়ে টেলিভিশনে কাজের সুযোগ দেন।

তিনি আরও জানান- ‘প্রথম দয়াময় নাটকটি করার পর তারা মুগ্ধ হয়ে অন্য দু’টি নাটক করার প্রস্তাব দেন। আমি নাটকের গল্প শুনে এমন সুযোগ হাতছাড়া করিনি। এভাবেই ছোট পর্দায় যুক্ত হয়ে গেলাম।'

মাহমুদা ছোট বেলা থেকেই যশোরে আবৃত্তি ও নাচের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া তিনি একজন বিতার্কিকও।

No comments