২২ ট্রাক ত্রাণ নিয়ে পুলিশি বাধায় বিএনপি
২২ ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে রোহিঙ্গাদের কাছে যাওয়ার পথে পুলিশি বাধার অভিযোগ তুলেছেন বিএনপি।
জানা গেছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ৯ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ২২ট্রাক ত্রাণ সামগ্রী ও নেত্রীবৃন্দকে সাথে নিয়ে বিএনপির প্রতিনিধি দল উখিয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে কক্সবাজার জেলা পুলিশ তাদের বাধা দেয়।
এ বিষয়ে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিডি২৪ লাইভকে বলেন, বিকাল সোয়া ৩টার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন ত্রাণ সামগ্রী ও নেতৃবৃন্দ সাথে নিয়ে রওনা দিলে কক্সবাজার জেলা পুলিশ এখানে বাধা দেয়।
তিনি বলেন, আমাদের ত্রাণবাহী ট্রাকের সামনে ব্যারিকেড দেয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা যেতে পারছি না। বর্তমানে নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়েই অবস্থান করছেন বলেও জানিয়েছেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বিডি২৪ লাইভকে বলেন, আমরা ত্রাণ নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়ে রওনা হয়েছি। এ সময় ত্রাণ সামগ্রীসহ আমাদের গাড়ী বহরে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে রেখেছে। আমরা এখন কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়েই আছি। এখানে প্রেস ব্রিফিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
No comments