সুপার মডেল মাহিয়া মাহি
এ ছবিতে সুপার মডেল মাহির নাম বন্যা। একজন মডেলের যাপিত জীবন আর নানা সমস্যা গল্পের গাঁথুনি গড়েছে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। মাহি বলেন, ফিল্ম ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছি। ভালো লেগেছে। এই চরিত্রটি সেই ভালো লাগা আরও বাড়িয়ে দিয়েছে। আশা করছি সুপার মডেল রূপে দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করবেন। বর্তমানে এ ছবির শুটিং চলছে। ছবির নির্মাতা শাহনেওয়াজ শানু জানান, নভেম্বরে ছবিটি মুক্তি পাবে।
Post Comment
No comments