Breaking News

দক্ষিণ আফ্রিকা সফর : বাংলাদেশ দলে চমক



দক্ষিণ আফ্রিকা সফর : বাংলাদেশ দলে চমক দক্ষিণ আফ্রিকা সফর : বাংলাদেশ দলে চমক
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

দলে সাকিব আল হাসান নেই। তিনি ছুটি চাওয়ায় তাকে রাখা হয়নি। দলে স্থান পেয়েছেন লিটন কুমার দাস। মাহমুদুল্লাহও স্থান পেয়েছেন এই দলে।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিষ রায় ও মুমিনুল হক।
ছুটি মঞ্জুর সাকিবের, তবে থাকছে সুযোগও
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিনি চাইলে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন। আজ সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। সাকিব যদি চান তবে দ্বিতীয় টেস্টে তিনি ইচ্ছা করলে দলে ফিরতে পারবেন।

এর আগে চাপ কমাতে ছয় মাসের জন্য টেস্ট থেকে সাকিব বিশ্রাম চান বলে ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটে সংবাদ প্রকাশিত হয়। তখন নির্বাচকরা জানিয়েছিলেন, আনুষ্ঠানিকভাবে আবেদন করলেই কেবল বিষয়টি বিবেচনা করা হবে।

সাকিবের বিশ্রাম নিয়ে আলোচনার মধ্যেই গতকাল রোববার দল ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করে বিসিবি। বিকেল ৫টায় দল ঘোষণার জন্য নির্ধারিত সংবাদ সম্মেলন রয়েছে। তার আগেই মিরপুরে জাতীয় ক্রিকেট লিগ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকিবকে বিশ্রাম দেয়ার তথ্য জানালেন আকরাম খান।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি

অস্ট্রেলিয়া সিরিজ শেষ। টাইগারদের এবারের মিশন সাউথ আফ্রিকা সিরিজ। এই সিরিজ অনুষ্ঠিত
হবে সাউথ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ
খেলবে টাইগাররা। আজ সম্ভাবনা রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫
সদস্যের স্কোয়াড ঘোষণা করার। এই স্কোয়াডে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। মূল সিরিজ
শুরুর আগে ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে
টাইগাররা। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬
অক্টোবর।অস্ট্রেলিয়া সিরিজ শেষ। টাইগারদের এবারের মিশন সাউথ আফ্রিকা সিরিজ। এই সিরিজ
অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের বিপক্ষে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি
টি-২০ ম্যাচ খেলবে টাইগাররা। আজ সম্ভাবনা রয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য
১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করার। এই স্কোয়াডে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। মূল
সিরিজ শুরুর আগে ২১-২৩ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে
টাইগাররা। প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ অক্টোবর।ওয়ানডে
সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ অক্টোবর। টি-২০ সিরিজের ম্যাচ দু’টি
অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৯ অক্টোবর। টেস্ট ও ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে বাংলাদেশ
সময় বেলা ২টা থেকে। প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয়
টি-২০ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
ফিকশ্চার তারিখ ম্যাচ ভেনু
বাংলাদেশ সময়২১-২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ বেনোনি বেলা ২টা২৮ সেপ্টে-২ অক্টোবর প্রথম টেস্ট
পোচেফস্টরুম বেলা ২টা৬-১০ অক্টোবর দ্বিতীয় টেস্ট ব্লোয়েমফন্টেনন বেলা ২টা১২ অক্টোবর প্রস্তুতি
ম্যাচ ব্লোয়েমফন্টেনন বেলা ২টা১৫ অক্টোবর প্রথম ওয়ানডে কিম্বার্লি বেলা ২টা১৮ অক্টোবর দ্বিতীয়
ওয়ানডে পার্ল বেলা ২টা২২ অক্টোবর তৃতীয় ওয়ানডে ইস্ট লন্ডন বেলা ২টা২৬ অক্টোবর প্রথম
টি-২০ ব্লোয়েমফন্টেনন রাত ১০টা২৯ অক্টোবর দ্বিতীয় টি-২০ পোচেফস্টরুম সন্ধ্যা সাড়ে ৬টা।
টেস্ট র‌্যাংকিংয়ে ৮-এর খুব কাছে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১-১ ড্র করে পাঁচ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এতে র্যাংকিংয়ে কোনো
হেরফের না হলেও টেস্ট ক্রিকেটের র‌্যাংকিংয়ের উপরে ওঠার এক সম্ভাবনাতে পৌঁছে গেছে
বাংলাদেশ। দীর্ঘ দিন ধরেই বাংলাদেশ ৯-এ।
এখন সুযোগ ৮ এ ওঠার। র‌্যাংকিংয়ে ৮ এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৭৫। বাংলাদেশের
এখন ৭৪। ফলে আরেকটি সাফল্যে বাংলাদেশ সুযোগ ৮ ওঠার। হোমে ইংল্যান্ডকে হারানোর পর
শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট অর্জিত হয় বাংলাদেশের। নিজের মাটিতে এরপর
অস্ট্রেলিয়াকে হারানোর ফলেই র‌্যাংকিংয়ে ওই রেটিং যোগ।
অস্ট্রেলিয়াকে শেষ ম্যাচে হারাতে পারলে অবশ্য ৮-এ উঠে যেত ইতোমধ্যে, কিন্তু সে সুযোগ
হাতছাড়া। ওয়ানডে র্যাংকিংয়ে সাতে এখন বাংলাদেশ। টেস্টেও সেটা শুরু হয়েছে। যদিও
বাংলাদেশের পরবর্তী সফর দক্ষিণ আফ্রিকায়। এ মাসের ওই সফরে রয়েছে দুই ম্যাচের টেস্ট
সিরিজ, কিন্তু সেখানে ভালো কিছু আশা করা কঠিন, এটা আর বলার কী। কারণ সিরিজটা হবে দক্ষিণ
আফ্রিকায়। যে কন্ডিশন সম্পর্কে কিছুটা ভীতি আছে মুশফিক, তামিমদের।
টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে যথারীতি ভারত। এরপর দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের
অবস্থান। অজিরা রয়েছে পাঁচে। সিরিজ শুরু করেছিল তারা চার নম্বরে থেকে। তাতে অবনতি
স্মিথদের।

No comments