Breaking News

বিপিএলের ড্রাফট শেষ : কোন দল সবচেয়ে শক্তিশালী?



বিপিএলের ড্রাফট শেষ : কোন দল সবচেয়ে শক্তিশালী? বিপিএলের ড্রাফট শেষ : কোন দল সবচেয়ে শক্তিশালী?
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফট হয়ে গেল। শনিবার হোটেল রেডিসন ব্লু’তে অনুষ্ঠিত হয় বিপিএল পঞ্চম আসরের নিলাম। দেশি বিদেশি সম্মিলিত ক্রিকেটারদের দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিগুলো।

মূলত প্লেয়ার্স ড্রাফটের আগে বেশ নামীদামী ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ফলে ড্রাফট থেকে তারা বেশি ক্রিকেটার কিনেনি। গত দুই আসরের মতো শক্তিশালী দল গঠন করতে পারেনি চিটাগং ভাইকিংস। ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে সানজামুল, আলামিন, আলাউদ্দিন বাবুদের।
অন্যদিকে প্লেয়ার্স ড্রাফটে ভাগ্য সহায় হয়েছিলো রাজশাহী কিংসের। প্রথম রাউন্ডেই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে তারা। মোস্তাফিজ বাদেও দলে নিয়েছে জাকির হাসান, রনি তালুকদার, নাইম ইসলাম জুনিয়রদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে পাকিস্তানের উসামা মির ও রাজা আলী দারকে।
অন্যদিকে প্লেয়ার্স ড্রাফট থেকে ভালো মানের ক্রিকেটার দলে ভিড়াতে সক্ষম হয়েছে খুলনা টাইটান্স। দলে নিয়েছে আফিফ হোসেন ধ্রুভ, নাজমুল হোসেন শান্ত, মুক্তার আলি, আবু জায়েদ রাহীর মতো ক্রিকেটারদের। বিদেশীদের মধ্যে দলে নিয়েছে শেহান জয়াসুরিয়া, লুইস রিচিকে।
শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, এবাদতদের দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। শুভাগত হোম, নাবিল সামাদ, আবুল হাসান রাজু, কামরুল রাব্বিদের দলে নিয়েছে সিলেট সিক্সার্স।
এক নজরে ড্রাফটে বিক্রিত ক্রিকেটারদের তালিকা :
চিটাগং ভাইকিংস : সানজামুল ইসলাম, মোহাম্মদ আলামিন, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার খান, ইরফান শুক্কুর, নাঈম হাসান, ইয়াসির আরাফাত, নজিবুল্লাহ জরদান, লুইস রিচি।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : আলআমিন হোসেন, আরাফাত সানি, আলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান, সুলেমান মিরে, রুম্মান রাইস।
ঢাকা ডাইনামাইটস : আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলাইন সজিব, সৈয়দ খালেদ হোসেন, সাদমান ইসলাম, নূর আলম সাদ্দাম, জো ডেনলি, আকিল হোসেন।
খুলনা টাইটান্স : নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুভ, ইয়াসির আলী, ইমরান আলী, মুক্তার আলী, ধীমান ঘোষ, সাইফ হাসান, শেহান জয়াসুরিয়া, জোফরা আর্চার।
রাজশাহী কিংস : মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলী, নাইম ইসলাম জুনিয়র, কাজী অনিক, উসামা মীর, রাজা আলী দার।
রংপুর রাইডার্স : শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস, নাহিদুল, সাম হ্যান, শেনওয়ারী, জহির খান (আফগানিস্তান)।
সিলেট সিক্সার্স : আবুল হাসান রাজু, শুভাগত হোম, কামরুল রাব্বি, নাদিল সামাদ, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, শরিফুল্লাহ, চতুরাঙ্গা ডি সিলভা, মুদাসের খান।

সুযোগ লুফে নিলো রাজশাহী কিংস
বাসস
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে রাজশাহী কিংসের হয়ে খেলবেন কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজ বিপিএলের প্লেয়ার ড্রাফটে প্রথমে ডাকার সুযোগ পেয়ে ফিজকে দলে ভেড়ায় রাজশাহী। ‘এ প্লাস’ শ্রেনিতে থাকা মোস্তাফিজকে ৪৫ লাখ টাকায় কিনে নেয় রাজশাহী।
আর্থিক ব্যবস্থাপনা নিয়ে ঝামেলা থাকায় বরিশাল বুলসের ফ্র্যাঞ্চাইজিকে নিষিদ্ধ করে বিপিএল কর্তৃপক্ষ। তাই আইকনের মর্যাদা হারিয়ে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ড্রাফটে একমাত্র খেলোয়াড় হিসেবে নাম উঠে মোস্তাফিজুরের।
ড্রাফটে প্রথমে খেলোয়াড় নেয়ার সুযোগ পায় রাজশাহী। সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। প্রথম ডাকেই ফিজকে দলে নিয়ে নেয় রাজশাহী। এই দলের আইকন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এছাড়াও এই দলে আছেন মেহেদি হাসান মিরাজ, মোমিনুল হক ও ফরহাদ রেজার মত খেলোয়াড়রা।
দেশিদের মতো প্রথম বিদেশী খেলোয়াড় নেয়ার সুযোগও পায় রাজশাহী। এই সুযোগে পাকিস্তানের ২১ বছর বয়সী লেগ-স্পিনার উসামা মিরকে ৩০ হাজার ডলারে কিনে নেয় তারা। জাতীয় দলের হয়ে না খেললেও, ৩০টি টি-২০ ম্যাচে ৩৩ উইকেট রয়েছে তার।
প্লেয়ার ড্রাফটে বাঁ-হাতি পেসার আবু হায়দার রনিকে দলে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। এছাড়া শাহরিয়ার নাফীসকে রংপুর রাইডার্স ও নাজমুল হোসেন শান্তকে নিয়েছে খুলনা টাইটান্স।
বোলিং বিভাগে পেসার আল-আমিনকে দলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে কিনে নেয় চট্টগ্রাম ভাইকিংস এবং প্রথমবারের মতো আবুল হোসেন যোগ দিয়েছেন সিলেট সির্ক্সাসে।
বিদেশীদের মধ্যে ইংল্যান্ডের জো ডেনলি ঢাকা ডায়নামাইটসে, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান চট্টগাম ভাইকিংসে, জিম্বাবুয়ের সোলেমান মির কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, শ্রীলংকার শিয়ান জয়সুরিয়া খুলনা টাইটান্সে এবং চাতুরঙ্গা ডি সিলভা সিলেট সির্ক্সাসে যোগ দেন।
আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

No comments