Breaking News

মেসির বিয়ে নয়, আসলে.......



মাফিয়া রাজ্যে মেসির জমকালো বিয়ে দেখে মনে হয় আর তর সয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোও বিয়ের ঘোষণা দিয়েছেন।
 
২০১৮ সালের বিশ্বকাপের পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে ঘরে তোলার কথা জানিয়েছেন সিআর সেভেন।
 
তবে মেসির বিয়ে নয়, আসলে জর্জিনার গর্ভে নিজ সন্তান বেড়ে উঠছে খবরেই আনন্দে আত্মহারা রোনাল্ডোর এ ঘোষণা।
 
পর্তুগিজ গণমাধ্যম কোরিও ডি মানহা বলছে, কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন রোনাল্ডো।
 
চারবার ব্যালন ডি’অর জয়ী তারকা ফুটবলার বিয়ের প্রস্তুতি হিসেবে ২ লাখ ৬৫ হাজার ইউরো মূল্যের একটি হীরার আংটি উপস্থাপন করেছেন।

No comments