শাকিব খানের পারিশ্রমিক ছবি প্রতি কত যেনে নিন



ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। নিজের সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাকিব খানের মতো নায়ক বর্তমান সময়ে দ্বিতীয়টি নেই বলেই অনেকের অভিমত। তাই সময়টাকে বেশ ভালো ভাবেই কাজে লাগাচ্ছেন এই নাম্বার ওয়ান নায়ক।



গেল দুই বছর তার ছবির চাহিদা প্রায় আকাশচুম্বী। এ চাহিদার কারণেই নিজের অবস্থান আরও শক্তপোক্ত করতে এবার ছবি প্রতি ৫০ লাখ টাকা নিচ্ছেন বলেই খবর পাওয়া গেছে।

নবাগত পরিচালক রাশেদ রাহা পরিচালিত একটি ছবিতে শাকিবের পারিশ্রমিক ৫০ লাখ টাকা বলে জানা গেছে। ছবির নাম ‘নোলক’। এটি পরিচালকের প্রথম ছবি।

এ পরিচালক মূলত নাটক নির্মাণ করেন। প্রথমবারের মতো ছবি পরিচালনা করতে এসে নায়ক হিসেবে শাকিব খানকেই বেছে নিলেন। তাও আবার সর্বোচ্চ পারিশ্রমিকে। যদিও এ পারিশ্রমিকের বিষয়টি পরিচালক কিংবা নায়ক দু’জনের কেউ স্পষ্ট করে বলেননি। দু’জনেই বিষয়টিকে চমক হিসেবে রেখে দিয়েছেন।

তবে শাকিব খান বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি এখন আর আগের মতো অনেকগুলো ছবিতে কাজ করি না। সিদ্ধান্ত নিয়েছি বছরে ভালো মানের ৩/৪টি ছবিতে অভিনয় করব। যেসব ছবিতে কাজ করব সেগুলো অবশ্যই ভালো মানের, ভালো বাজেটের হতে হবে। হচ্ছেও তাই। যেহেতু ছবির সংখ্যা কমিয়ে দিয়েছি এবং আমার অভিনীত ছবি দিয়ে ব্যবসাও হচ্ছে ভালো তাই সর্বোচ্চ পারিশ্রমিক নেয়াটা আমার অধিকার।’

শাকিব খানের মন্তব্যেই বোঝা যায়, পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। আগে ছবি প্রতি ৪০ লাখ টাকা নিতেন তিনি। সেটা এখন বাড়িয়ে ৫০ লাখ করেছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। তবে ইন্ডাস্ট্রির স্বার্থে কিছু কিছু ছবির ক্ষেত্রে তিনি সেক্রিফাইসও করতে পারেন বলে জানা গেছে।

ছবি প্রতি অর্ধ কোটি টাকা পারিশ্রমিক নেয়া ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো রেকর্ড। এবং এই রেকর্ডের বরপুত্র শাকিব খান। এর আগে কোনো নায়কের ভাগ্যে এত পারিশ্রমিক জোটেনি।

সূত্র জানিয়েছে, ‘নোলক’ ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন চিত্রনায়িকা ববি। নভেম্বর মাসের শেষ দিকে ছবিটির শুটিং শুরু হবে। শাকিব খান বর্তমানে ভারতে ‘চালবাজ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।

No comments