সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ



অবসরোত্তর ছুটিতে থাকা (পিআরএল) এক সচিবের স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মাহবুব সুফিয়া খান (৫০)।



রোববার রাতে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে তার লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুফিয়ার স্বামী মাহমুদ রেজা খান পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ক্ষেত্রে তার (মাহমুদ রেজা) লাইসেন্স করা পিস্তল ব্যবহার করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুকে গুলিবিদ্ধ হয়ে সুফিয়া নিহত হয়েছেন। তবে তিনি নিজে গুলি চালিয়েছেন নাকি অন্য কেউ তাকে গুলি করেছে- তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস রোববার রাতে যুগান্তরকে জানান, মাহমুদ রেজা খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অবসরোত্তর ছুটিতে আছেন। তার বাড়ি শরীয়তপুরে। রাজধানীর ৩৪৪ এলিফেন্ট রোডে তার একটি ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে তিনি পরিবার নিয়ে শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোডের ৮১/৪ নন্বর বাড়ির ৩য় তলায় থাকেন। ওই বাড়িতেই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে পুলিশ বিষয়টি জানতে পায়।

ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, সুফিয়া যে মানসিক রোগী ছিলেন সে বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি হত্যা না আত্মহত্যা- তা নিশ্চিত হতে সময় লাগবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সুফিয়া মহবুবের স্বামী মাহমুদ রেজা খানের বরাত দিয়ে ওসি জানান, তার স্ত্রী ২০০৭ সাল থেকে মানসিক রোগে ভুগছিলেন। রোববার বিকালে নিজ বাসায় আÍহত্যার চেষ্টা চালান দুই মেয়ের জননী সুফিয়া। এসময় তার দুই মেয়ে ও স্বামী বাসাতেই অবস্থান করছিলেন। সুফিয়া বুকে গুলি চালানোর পর তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে এসআই মামুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় বলে জানান ওসি।

No comments