Breaking News

মুশফিকের মন্তব্য ভাবমূর্তি নষ্ট করছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। স্বাগতিক দলের সামনে দাঁড়াতেই পারেননি টাইগাররা। প্রথম টেস্টে ৩৩৩ রানে হার, দ্বিতীয় টেস্টের হারটা ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে। দলের এমন শোচনীয় পরাজয়ে ক্ষুব্ধ সমর্থকরা। টেস্ট অধিনায়কের পদত্যাগও দাবি করছেন কেউ কেউ!
সিরিজে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের নেওয়া বেশকিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না সমর্থকরা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস জেতার পরও কেন আগে ফিল্ডিং নিলেন মুশফিক? এ নিয়ে চায়ের টেবিলে, ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনা। অধিনায়ক অবশ্য বলছেন, ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত তার একার নয়; দলের সবার সঙ্গে কথা বলেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তার পরও অধিনায়ক হওয়ায় দায়টা তারই দেখছেন বেশি। ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুশফিক। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তো মনে হচ্ছে টস জেতাটাই ভুল হয়ে গেছে...।’ মুশফিকের এমন মন্তব্যে ‘ক্ষুব্ধ’ নাজমুল হাসান। বিসিবি সভাপতি গতকাল সংবাদ মাধ্যমকে বলেন, ‘ওর (মুশফিক) এমন মন্তব্য দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে বলেই মনে করি আমি।’ মুশফিকের সমস্যা আছে বলে মনে করছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতি বলেন, ‘টস জেতাটাই ভুল ছিল, এটা পৃথিবীর কোনো অধিনায়ক বলবে না। এটা থেকেই বোঝা যাচ্ছে ওর কিছু সমস্যা আছে। ও নিজে যদি ভালো না খেলে, তা হলে ওর মন খারাপ থাকে।’ দল দেশে ফেরার পর এ নিয়ে মুশফিকের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, ‘ওর মধ্যে কিছু অস্বস্তিবোধ কাজ করছে। সেটা ম্যানেজমেন্টের কারণে হতে পারে, কোচ হতে পারে, আমরাও হতে পারি। সেটা বড় কিছু নয়। দেশে ফিরলে আলোচনা করব আমরা।’ প্রথম টেস্টের পর থেকেই বাতাসে গুঞ্জন, টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মুশফিককে। অবশ্য নাজমুল হাসান বলছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মুশফিকের জন্য যেটা ভালো হবে, সেটাই করা হবে বলে জানালেন তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘মুশফিক যেসব কথা বলছে আর আমাদের কাছে যেসব তথ্য আছে, সেটা মিলছে না। এ জন্যই ওর সঙ্গে কথা বলে আমাদের সব জানার চেষ্টা করতে হবে। তা ছাড়া ওকে সরিয়ে দেবÑ এটা বোর্ডের কোনো সিদ্ধান্ত নয়। আমরা যদি মনে করি, নেতৃত্ব ছেড়ে দিলে ওর জন্য ভালো হলে হবে, আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব।’

No comments