সিলেটে বিপিএলের জাল টিকেটের ছড়াছড়ি, ধরা পড়লেই শাস্তি
৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ান ঢাকা ডায়নামাইট ও নতুন দল সিলেট সিক্সার্স। তাই টিকেট সংগ্রহের জন্য প্রাণান্তকর চেষ্টায় ক্রিকেটপ্রেমীরা। আর এই সুযোগে একটি চক্র জাল টিকেট ছড়িয়ে দিয়েছে সিলেটে। এই জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রীড়াপ্রেমী জনতা। জানা গেছে, বিপিএলের আসল টিকেটের মতো দেখতে হুবুহু জাল টিকেট সিলেটে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। ঢাকা থেকে প্রিন্ট করা ওইসব জাল টিকেট সিলেটে ছাড়ছে মৌলভাবাজারের একটি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের কাছ থেকে টিকেট কিনে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন বেশ কিছু ক্রীড়াপ্রেমী।
এমনই জাল টিকেট কিনে প্রতারিত এক ব্যক্তি বলেন, ‘গ্যালারির ২শ টাকার টিকেট একজনের কাছ থেকে এক হাজার টাকায় কিনেছিলাম। আমার এক বন্ধু জেলা স্টেডিয়ামের বুথ থেকে টিকেট কিনেছে।
তার টিকেটের সাথে আমার টিকেট মিলিয়ে দেখতে গিয়েই জাল টিকেটের বিষয়টি ধরা পড়ে। ’ তিনি জানান, সিলেট জেলা স্টেডিয়ামের বাইরে এক যুবকের কাছ থেকে টিকেট কিনেছিলেন তিনি। জানা যায়, একটি চক্র জাল টিকেট ছড়িয়ে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। তারা ২শ টাকার টিকেট এক হাজার থেকে ১২শ’ টাকায়, ৩শ’ টাকার টিকেট ১৫শ’ টাকায়, ৫শ’ টাকার টিকেট দুই হাজার টাকায় বিক্রি করছে। তাদের এই জাল টিকেট কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। এমনকি চক্রটি ফেসবুকের মাধ্যমেও জাল টিকেট বিক্রি করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ফরহাদ কোরেশী বলেন, ‘টিকেট বারকোড দিয়ে পরীক্ষা করে দর্শকদের ঢুকতে দেয়া হবে। যদি স্ক্যানিংয়ে কারো টিকেট জাল বলে ধরা পড়ে, তবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। ’
No comments