ভারতীয় ছবিতে সানি লিওনের পর মিয়া খালিফা!
শোনা গিয়েছে, মালয়ালম ছবি ‘চুংকজ’-এর সিক্যুয়েলে দেখা যাবে মিয়াকে। ঘটনার সত্যতা কিছুটা হলেও স্বীকার করে নিয়েছেন পরিচালক ওমর লুলু। পরিচালক জানান, মিয়ার সঙ্গে তার কথা হয়েছে। সব ঠিক থাকলে ‘চুংকজ ২’-তে আইটেম নম্বর করবেন প্রাক্তন পর্নস্টার। এছাড়াও যদি সম্ভব হয় তাহলে বিশেষ চরিত্রেও দেখা যেতে পারে তাকে। চিত্রনাট্যের প্রয়োজনে সব ঠিক হবে।
মালয়ালম অ্যাডাল্ট কমেডি ‘চুংকজ’। ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত ছেলের মধ্যে পড়তে আসে একটি মেয়ে। তাকে কেন্দ্র করে চার বন্ধুর টানাপোড়েন নিয়েই ছবির গল্প। ২০১৭ সালের আগস্ট মাসে মুক্তি পেয়েছে সিনেমাটি। পেয়েছে সুপারহিটের তকমা। তারই সিক্যুয়েল নিয়ে আসছেন ওমর।
মিয়া ছাড়াও ছবিতে দেখা যাবে অভিনেত্রী হানি রোজকে। বাকি কলাকুশলী এখনও ঠিক হয়নি। চলছে চিত্রনাট্যের কাজ।
Post Comment
No comments