Breaking News

মাদ্রাসা ছাত্ররা জঙ্গি, এটা ঠিক নয়

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তারাই জঙ্গি হয় এটা সঠিক নয়। এখন অন্যান্য স্কুল ও প্রতিষ্ঠানের ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে।

কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে জান্নাতের স্বপ্ন দেখিয়ে তরুণ সমাজকে জঙ্গিবাদে সম্পৃক্ত করা হচ্ছে। ইরাক, সিরিয়ায় আইএস জঙ্গিরা যে অবস্থান নিয়েছে, তা শুধু সামাজিক অঙ্গীকার দিয়ে নির্মূল করা যাবে না। আইজিপি বলেন, ‘এখনো জঙ্গিদের নির্মূল করতে পারিনি, তাদের অনেক অনুসারী তৈরি হয়েছে। আর জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গীকার দুটিই প্রয়োজন। ’ গতকাল রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে অনুষ্ঠিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গীকারের ভূমিকা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শহীদুল হক বলেন, হলি আর্টিজান হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২৩টি অভিযান চালায়। এতে কিছু জঙ্গি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিজেদের পক্ষ থেকে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নিজেদের পক্ষ থেকে প্রত্যেকে যদি সচেতনতা তৈরি করেন, তবেই বাংলার মাটি থেকে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পর মামলার তদন্ত সংস্থা ‘জজ মিয়া নাটক’ তৈরি করেছে বলে মন্তব্য করে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অন্য রকম সিগন্যালের কারণেই এর আগে এ নাটক তৈরি হয়। ফলে মূল ঘটনা উদ্ঘাটিত হয়নি, যা জঙ্গিবাদকে আরও উৎসাহিত করেছে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জঙ্গিবাদ নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা নাগরিক দায়িত্ব। একই সঙ্গে জঙ্গিবাদ নির্মূল করতে গিয়ে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি বা তাদের পরিবার হয়রানির শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। জঙ্গি দমনে গ্রেফতার, জেলহাজত বা হত্যা কোনো সমাধান নয়। জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে বিপথগামী তরুণদের কাউন্সেলিং, সৃজনশীলতা, বৃত্তিমূল

No comments