খায়রুল হককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে
এ বি এম খায়রুল হক
প্রধান বিচারপতি থাকতে ‘রায় নিয়ে দুই রকম অবস্থান’ নিয়েছেন দাবি করে
বিএনপির জ্যেষ্ঠ×নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একদিন তাঁকে বিচারের
কাঠগড়ায় দাঁড়াতে হবে।
গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন এর আয়োজন করে।
খন্দকার মোশাররফ বলেন, একদিন বাংলাদেশের মানুষ এই রায়ের
প্রতিটি লাইন এ দেশে বাস্তবায়ন করবে। তখন খায়রুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে,
আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বিএনপির এই নেতা বলেন, খায়রুল হক সাহেব বিচারপতি হিসেবে
কলঙ্ক রেখে গেছেন। সংক্ষিপ্ত রায়ে ছিল পরবর্তী দুটি নির্বাচন হবে
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি খায়রুল হক অবসরে
যাওয়ার ১৮ মাস পরে যে পূর্ণাঙ্গ রায় দিলেন, তাতে তিনি বেমালুম এটা তুলে
দিয়েছিলেন। এর থেকে গর্হিত অপরাধ কী হতে পারে।
No comments