‘সত্তা’ সিনেমায় জেমসের গানে ইউটিউবে ঝড় (ভিডিও)
‘সত্তা’ সিনেমায় জেমসের গাওয়া গান ‘তোর প্রেমেতে অন্ধ’ গানটি এখন ইউটিউবে সুপারডুপার হিট।মাত্র চার মাসে এক কোটি ভিউয়ার পাওয়া বাংলাদেশের কোনো সিনেমার গানের জন্য এটা প্রথম ঘটনা বলে দাবি করেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল।
কল্লোল বলেন, ‘দর্শকের ভালোলাগার জন্যই মাত্র ৪ মাসে আমরা এক কোটি ভিউয়ার্স পেয়েছি। যা ঢাকার সিনেমার ইতিহাসে প্রথম।’
https://youtu.be/XyMThGRuu_A
No comments