Breaking News

'যুদ্ধাপরাধ প্রমাণিত হলে ভোটার তালিকা থেকে বাদ'

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা বলেছেন, আদালতের রায়ে যুদ্ধাপরাধি হিসেবে প্রমাণিত হলে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।



মঙ্গলবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সভা কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ কথা বলেন।

সভায় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশে অবস্থানরতদের যাতে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করা যায় তা অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে। এতে প্রয়োজনে উন্নত প্রযুক্তির ব্যবহার করা হবে। স্মার্ট কার্ডে ২৮টি সেবা পাওয়া যাবে, যা নাগরিকদের রাষ্ট্রীয় ও সমাজিক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহৃত হবে।

হয়রানি ছাড়া জাতীয় পরিচয়পত্রে নাম, বয়স ও অন্যান্য ভুল দ্রুত সংশোধনীর ব্যবস্থা গ্রহণেও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, আঞ্চলিক নির্বাচন অফিসার রকিব উদ্দিন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার তরিফুজ্জামান প্রমুখ।

পরে তিনি দুপুরে হাইলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে তিনি উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি বৃক্ষরোপণ করেন।

No comments