Breaking News

বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ ইউনিট

১. বিক্রয় হিসাব পাওয়া যায়-
A. জাবেদায় B. বিক্রয় খতিয়ানে
c. সাধারণ খতিয়ানে D. কোনটিই নয়
২. আন্তঃফেরত দৈনিক বইয়ের দাখিল তৈরিতে উৎস দলিল হল-
A. ক্রয় চালান B. বিক্রয় চালান
c. ক্রেডিট নোট D. ডেবিট নোট
৩. শেয়ার ও ঋণপত্র বাছাইয়ের সময় বিনিয়োগকারীর জন্য সর্বনিম্ন ঝুঁকি হল-
A. সরকারি স্টক B. অগ্রাধিকার শেয়ার
c. সাধারণ শেয়ার D. ঋণপত্র
৪. বাংলাদেশে পেশাগত হিসাব বিজ্ঞানীদের সংগঠন-
A. ওঈঅই B. অওঈচঅ c. ওঈগঅই D. অ+ঈ
৫. নিম্নের কোনটি অকার্যকর সম্পত্তি-
A. সুনাম B. প্রাপ্য হিসাব c. অগ্রপ্রদত্ত ভাড়া D. মন্দ ঋণ
৬. নিম্নের কোনটির ক্ষেত্রে ক্রয়মূল্য, ভগ্নাবশেষ মূল্য এবং আনুমানিক জীবনকাল বিবেচিত হয়-
A. অবচয় B. অবলোপন c. ব্যয় নির্ধারণ D. A+B
৭. যদি ধারে বিক্রয়ের পর ক্রেতা পণ্য ফেরত পাঠায় তাহলে দাখিলা হবে-
A. নগদ প্রদান জাবেদায় B. বিক্রয় জাবেদায়
c. ক্রয় জাবেদায় D. সাধারণ জাবেদায়
৮. নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০ টাকা এবং চলতি অনুপাত ৭:৩। স্বল্পমেয়াদি দায়ের পরিমাণ কত?
A. ১৯,৭৭০ টাকা B. ৪৯,৪২৫ টাকা c. ৪৬,১৩০ টাকা D. ১,৫৩,৭৬৭ টাকা
৯. কোম্পানির নিট আয় ৩,৭২,৫০০ টাকা এবং কর হার ২৫.৫% হলে করের পরিমাণ কত?
A. ৯৪,৯৮৭.৫ টাকা B. ৫,০০,০০০ টাকা
c. ৬,৭১,১৪০.৯৫ টাকা D. ১,২৭,৫০০ টাকা
১০. বিক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয়-
A. প্রতিদিন B. প্রতি মাসে c. প্রতি সপ্তাহে D. প্রতি বছর
১১. কোনটি পুঁজি সংগ্রহের বহিঃউৎস নয়?
A. ব্যাংক ঋণ B. শেয়ার ইস্যু c. ঋণপত্র ইস্যু D. বন্ধকি ঋণ
১২. কুঋণ কোন ধরনের ব্যয়ের উদাহরণ?
A. পরিচালন ব্যয় B. অগ্রিম ব্যয়
c. বকেয়া ব্যয় D. কোনো ব্যয়ের উদাহরণ নয়
১৩. নিম্নের কোন হিসাবটির ডেবিট জের হতে পারে?
A. উত্তোলন B. সুদ আয় c. কুঋণ সঞ্চিতি D. সবগুলোই
১৪. নিচের কোন ঘটনাটি একটি প্রতিষ্ঠানের নগদান হিসাবকে ডেবিট করতে বাধ্য করে?
A. মূলধন জাতীয় প্রাপ্তি B. মুনাফা জাতীয় আয়
c. মুনাফা জাতীয় প্রদান D. A+B
১৫. বিবিধ দেনাদার হিসাবের জের ডেবিট ২০,০০০ টাকা; ক্রেডিট ১,৭৫,০০০ টাকা। সমাপনী জের ৭,৫,০০০ টাকা হলে প্রারম্ভিক জের কত ছিল?
A. ৫০,০০০ টাকা B. ২৩,০০০ টাকা
c. ৮০,০০০ টাকা D. ২,৩০,০০০ টাকা
১৬. যদি বিক্রয়ের পরিমাণ ক্ষতির ২০০% হয় এবং ক্ষতি ৭০০ টাকা হয় তবে ব্যয়ের পরিমাণ কত?
A. ১,০০০ টাকা B. ১,৪০০ টাকা c. ২,১০০ টাকা D. ১৪০ টাকা
১৭. অনুদান বাবদ প্রাপ্ত দালানের মূল্য উদ্ধৃতপত্রের কোথায় দেখানো হয়?
A. দায় পাসে B. সম্পত্তি পাসে c. আয় পাসে D. A+B
১৮. ব্যয়ের ওপর মুনাফার হার ৩৫% হলে, মুনাফা বিক্রয়ের অনুপাত কোনটি?
A. ১০০:৩৫ B. ৩৫:১০০ c. ৩৫:৬৫ D. কোনটিই নয়
উত্তর : 1.c, 2.c, 3.A, 4.D, 5.D, 6.A, 7.D, 8.B, 9.D ,10.B, 11.B, 12.A, 13.D, 14.A, 15.D, 16.c, 17.D, 18.D
গ্রন্থনা : তাওফিকুজ্জামান

No comments