প্রধান বিচারপতির সঙ্গে গওহর রিজভীর সাক্ষাৎ
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। সংবিধানে ষোড়শ
সংশোধনীর বাতিলের রায় নিয়ে সরকারের সঙ্গে বিচার বিভাগের অব্যাহত টানপোড়নের
মধ্যেই মঙ্গলবার বিকালে প্রধান বিচারপতির দফতরে তিনি সাক্ষাৎ করেন।
এদিন বেলা ৩টা থেকে প্রায় এক ঘণ্টা তারা একান্তে বৈঠক করেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কোন বিষয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি।
এর আগে সম্প্রতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ২৪ আগস্টের মধ্যে প্রধান বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস। ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে এস কে সিনহার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার ষোড়শ সংশোধনী বাতিলের রায় ১ আগস্ট প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতির সমালোচনামুখর সরকারের মন্ত্রী-এমপিরা। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সিনহা বাংলাদেশের রাজনীতি, সংসদ, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে যে মত দিয়েছেন তার সমালোচনা চলছে।
এছাড়া গত রোববার আদালতের এক শুনানিতে প্রধান বিচারপতির পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আদালতের রায়ের প্রসঙ্গ উত্থাপনকেও ভালোভাবে দেখছে না সরকার। সোমবার একুশ আগস্ট হামলার বার্ষিকীতে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব কথা বলার আগে প্রধান বিচারপতির ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।
এদিন বেলা ৩টা থেকে প্রায় এক ঘণ্টা তারা একান্তে বৈঠক করেন। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে কোন বিষয়ে আলাপ হয়েছে তা জানা যায়নি।
এর আগে সম্প্রতি ষোড়শ সংশোধনীর রায় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তার বাসভবনে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে ২৪ আগস্টের মধ্যে প্রধান বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস। ষোড়শ সংশোধনীর রায় বাতিল করে প্রধান বিচারপতির দায়িত্ব ছাড়তে এস কে সিনহার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার ষোড়শ সংশোধনী বাতিলের রায় ১ আগস্ট প্রকাশের পর থেকেই প্রধান বিচারপতির সমালোচনামুখর সরকারের মন্ত্রী-এমপিরা। রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সিনহা বাংলাদেশের রাজনীতি, সংসদ, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে যে মত দিয়েছেন তার সমালোচনা চলছে।
এছাড়া গত রোববার আদালতের এক শুনানিতে প্রধান বিচারপতির পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আদালতের রায়ের প্রসঙ্গ উত্থাপনকেও ভালোভাবে দেখছে না সরকার। সোমবার একুশ আগস্ট হামলার বার্ষিকীতে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসব কথা বলার আগে প্রধান বিচারপতির ওই পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।

No comments