Breaking News

টেস্টে বাংলাদেশের বোলিং আসলেই কতটা শক্তিশালী?

কদিন পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ। টেস্ট জিততে হলে বাংলাদেশকে নিতে হবে প্রতিপক্ষের ২০ উইকেট। প্রতিপক্ষকে দুবার অলআউট করে টেস্ট ম্যাচ নিজেদের করে নেওয়ার সামর্থ্য যে বাংলাদেশের আছে, সেটি দেখা গেছে গত অক্টোবরে ইংল্যান্ড কিংবা এ বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার অস্ট্রেলিয়াকে অলআউট করতে পেসার, নাকি স্পিনার, কারা রাখবেন অগ্রণী ভূমিকা, জানতে অপেক্ষা করুন। তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে স্পিনারদেরই।
টেস্টে বাংলাদেশের বোলারদের ব্যর্থতার গল্পই বেশি।
অধিকাংশ ব্যাটসম্যান দুবার ব্যাটিংয়ের সুযোগ পেলেও বেশির ভাগ সময় বোলাররা বোলিংয়ের সুযোগ পেয়েছেন এক ইনিংসে। পরিসংখ্যান তাই খুব একটা হাসি ফোটাবে না বোলারদের মুখে। এখন পর্যন্ত খেলা ১০০ টেস্টের ৭০ ইনিংসে প্রতিপক্ষকে অলআউট করতে পেরেছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশ টেস্ট জিতেছে ৯টিতে। ড্র ১৫টিতে। বাকি ৭৬টিতে হার। বাংলাদেশের বোলাররা উইকেট নিয়েছেন ১০৬২টি। গড় ৪৯.২৩, ইকোনমি ৩.৪০। ৫ উইকেট পেয়েছেন ৪৫ বার। ১০ উইকেট পাওয়ার গৌরব তিনবার। সাফল্যের পাল্লাটা স্পিনারদের দিকেই হেলে।
মোট উইকেটের ৬০ শতাংশ পেয়েছেন স্পিনাররা, ৪০ শতাংশ পেসাররা। যে ৪৫ বার ৫ উইকেটে পেয়েছেন বাংলাদেশের বোলাররা, ৩৭টিই স্পিনারদের অধিকারে। দেশের মাঠে বেশি সাফল্য পেয়েছেন বোলাররা। পেয়েছেন ৬১০ উইকেট, যেটি মোট উইকেটের ৫৭ শতাংশ। পেসারদের মধ্যে ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে সবার ওপরে মাশরাফি বিন মুর্তজা। যদিও তিনি ক্রিকেটের বড় দৈর্ঘ্য থেকে দূরে আছেন অনেক দিন ধরেই। স্পিনারদের মধ্যে ৪৯ টেস্টে ১৭৬ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট তাঁরই।

No comments