বেদখল সব জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দিয়ে যেতে চান

হুমকি। জীবন সংগ্রামের শেষ প্রান্তে পৌঁছে যাওয়া বেগমজান চান মৃত্যুর আগে তার সব জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দিয়ে যেতে।
এ ব্যাপারে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, অসহায় এক নারী বেগমজান, বেশ কয়েকবার তার দারস্থ হয়েছেন। তবে ব্যক্তিগত জমি নিয়ে বিরোধের ঘটনায় কিছুই করার নেই তার। তবে তার অসহায়ত্ব দেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেগমজানকে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
বেগমজানের ঘরের পাশেই অভিযুক্ত স্থানীয় কৃষক কেরামতউল্লাহর পরিবারের বাসস্থান। বেগমজানের অভিযোগ সত্য নয় বলে দাবি তাদের।
কেরামতউল্লাহ বলেন, আদালতের রায়ের পর বেগমজানকে তার জমি দেয়া হয়েছে। আর কোনো জমি সে পাবে না।
তবে বেগমজানের দাবি, ৬২ কাঠা জমি রয়েছে তার। যার প্রায় সবটাই প্রতিবেশী কেরামতউল্লাহ ও স্থানীয় প্রভাবশালী কয়েকজন ভোগদখল করে খাচ্ছে।
এখন বয়স হয়েছে আর শক্তিও নেই। তাই মরার আগে তার সব জমি প্রধানমন্ত্রীর নামে লিখে দিতে চান তিনি।
সূত্র: যমুনা টিভি
No comments