Breaking News

বয়স হলেও দলের প্রয়োজনে আবারও জাতীয় নির্বাচনে অংশ নেব।




অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বয়স হলেও দলের প্রয়োজনে আবারও জাতীয় নির্বাচনে অংশ নেব। যতদিন সামর্থ্য আছে ততদিনই দলের জন্য কাজ করে যাব।



শুক্রবার সকালে যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আগামী নির্বাচনে কি তিনি আবার অংশ নেবেন, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, যদি দলের প্রয়োজন হয় আমি আছি,  হ্যাঁ আমার জন্য একটু কষ্ট হবে। বয়স বাড়ছে, ইয়াং তো আর হচ্ছি না;  সুতরাং এনার্জি তো কমছে।

অর্থাৎ ইফেকটিভ এনার্জি কমছে। কিন্তু যদি দেখি যে আমার দলের প্রয়োজন আছে, নিশ্চয়ই আছি। যতদিন সামর্থ্য আছে ততদিন থাকব।

এর আগে অর্থমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছিলেন- আগামী নির্বাচনে তিনি আর অংশ নিতে চান না। এর আগেই রাজনীতি থেকে অবসর নিতে চান।

No comments