আরাকানকে জাতিসঙ্ঘের নিয়ন্ত্রণে নিতে হবে
১৬ সেপ্টেম্বর ২০১৭,শনিবার, ০০:৫১
| আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৭,শনিবার,
নাগরিক পরিষদ ও ভূমি অধিকার আন্দোলন (্ভূমিহীন আন্দোলন) রোহিঙ্গা
গণহত্যা বন্ধে কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং আরাকানকে জাতিসঙ্ঘের
নিয়ন্ত্রণে নেয়ার দাবিতে গতকাল জাতীয় প্রেস কাবের সামনে এক মানববন্ধনের
আয়োজন করে। নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে এই
মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন : দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ হারুনূর রশিদ খান, জাসদ নেতা হুমায়ুন কবির, ভূমিহীন আন্দোলনের সদস্যসচিব শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, প্রতিবাদী তারুণ্যের নেত্রী শ্যামলি শিমু, পিডিপি সমাজকল্যাণ সম্পাদক মাওদুদ আলম চৌধুরী, জাতীয় মানবকল্যাণ ট্রাস্ট সভাপতি পারভীন আক্তার লাভলী, এনডিপি নেতা কাজী আমানুল্লাহ মাহফুজ ও সিএলএনবি নেতা সৈয়দ মোহাম্মদ মানিক।
সভাপতির বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যান, ১৪ দল নেতারা তখন চীন সফরে গিয়ে এ ক্ষেত্রে চীনের ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিএনপির প্রেরিত ত্রাণবাহী ট্রাক আটকিয়ে দেয়ার নিন্দা জানিয়ে বলেন, ‘এটি অমানবিক, অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট আচরণ।’ বিজ্ঞপ্তি।
No comments