Breaking News

প্রধান বিচারপতির দায়িত্বে আবদুল ওয়াহহাব মিঞা

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০১৭,বুধবার, ২০:১৭
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন। সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনুপস্থিতিকালীন সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞাকে এ দায়িত্ব দিয়েছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো : জহিরুল হক।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন তার অসুস্থ কন্যাকে দেখার জন্য। এরপর ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের টোকিওতে থাকবেন এশিয় প্যাসেফিক অঞ্চলে প্রধান বিচারপতিদের সম্মেলন অংশগ্রহণের জন্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রধান বিচারপতির অনুপস্থিতকালীন অর্থাৎ ১০ থেকে ২২ সেপ্টেম্বর অথবা প্রধান বিচারপতির যাত্রার তারিখ হতে স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবণীতম বিচারক বিচারপতি মো : আবদুল ওয়াহহাব মিঞা ওই দায়িত্ব পালন করবেন।’

No comments