সাভার-আশুলিয়া বিএনপির ১৭ নেতাকর্মী আটক
রাজধানীর উত্তরা থেকে সাভার ও আশুলিয়া থানা এলাকার বাসিন্দা ও ঢাকা জেলা বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি দল তাদের আটক করে। নেতাকর্মীদের ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাভার এলাকার সাবেক সংসদ সদস্য ডা: মো: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর রাজধানী উত্তরার ব্যক্তিগত অফিস থেকে আটক করা হয়। তারা সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তহবিল
সংগ্রহের উদ্দেশ্যে এক সভায় মিলিত হয়েছিলেন জানা যায়। আটককৃতদের মধ্যে ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ স¤পাদক এবং জাকসুর সাবেক জিএস আজগর হোসেন, ঢাকা জেলা বিএনপির সহসভাপতি ও সাভার পৌর কাউন্সিলর খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, জেলা বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক নূর করিম ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ স¤পাদক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শরীফুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস শাহী মোখলেছ, ধামসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পেয়ার আলী, ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা নজরুল ইসলাম, সাভার সদর ইউনিয়নের চাঁপাইন গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফাসহ ১৭ নেতাকর্মী রয়েছেন। আটককৃতদের উত্তরা পশ্চিম থানায় রাখা হয়েছে বলে জানা যায়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আটকের খবর নিশ্চিত করেছেন।
No comments