রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ করায় বন্দুক দিয়ে পেটাল এই বৌদ্ধ পুলিশ
মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও ধাওয়ায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির অভিযোগ, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও পালিয়ে আসাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার দাবিতে শুক্রবার ভাঙ্গাব্রিজ এলাকায় আয়োজিত মানববন্ধন কর্মসূচির শুরুতেই বাধা দেয় পুলিশ।
নেতাকর্মীরা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়াতে চাইলে পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়। পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, দফতর সম্পাদক আবু তালেবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, প্রশাসন থেকে অনুমতি না নেয়ায় এবং বিশৃঙ্খলা করার অপচেষ্টার কারণে পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সুত্র: RTN news
No comments