পাখি নিয়ে চলচ্চিত্র নির্মাণ
ভিন্নমাত্রার ফটোগ্রাফি দিয়ে খুব কম সময়ে আলোচনায় এসেছেন তরুণ মডেল ফটোগ্রাফার আরিফ আহমেদ। বিভিন্ন ধরনের ফটোগ্রাফির কাজে প্রায়ই ছুটে যান রাজধানীর বাইরে কোনো নির্জন কিংবা মুখরিত স্থানে। তার ফটোগ্রাফিতে বিভিন্ন সময়ে পাখির জীবনযাপনের ধারা উঠে এসেছে নানানভাবে। আর এভাবে পাখি নিয়ে ফটোগ্রাফিতে ব্যস্ত থাকায় একসময় পাখির জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হয়ে উঠেন আরিফ। আর সে আগ্রহ থেকেই বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণের ইতিহাসে নিজের নামটি যোগ করলেন। এরইমধ্যে শুটিংয়ের কাজও প্রায় শেষ। চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে ‘প্যারাডাইস নেস্ট’। এটি নির্মাণের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। এটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে নির্মিত হচ্ছে। আরিফ আহমেদ জানান, সাধারণ চলচ্চিত্রের মতোই এটিতে থাকবে গল্পের ধারাবাহিকতা। থাকবে পাখির সুখ-দুঃখের কথা, নানান সময়ে দুর্যোগের কথা, ভিলেনের আগমন এবং পরিশেষে সুখের দিকে এগিয়ে যাওয়া। আরিফ আহমেদ বলেন, মডেল ফটোগ্রাফির মতোও পাখির ছবি তোলা আমার এক ধরনের নেশা। বিগত দশ বছর ধরে আমি বিভিন্ন ধরনের পাখির বিভিন্ন ভঙ্গিমা, তাদের জীবনধারার নানা ছবি ক্যামেরার ফ্রেমে বন্দি করে আসছি। একটি সময় এসে অনুধাবন করলাম পাখি নিধন রোধ করতে আমি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে পারি। সেই ভাবনা থেকে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি চলচ্চিত্রটি নির্মাণ করছি। প্রসঙ্গত, আরিফ আহমেদ ইতিমধ্যে সংগীতশিল্পী রোমানা ইসলামের দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করে দারুণভাবে প্রশংসিত হয়েছিলেন। এছাড়া প্রতীক হাসান, নিশীতা বড়ুয়ার গানের মিউজিক ভিডিও-ও নির্মাণ করেছেন তিনি।
Post Comment
No comments