Breaking News

আ.লীগ নেতার বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজির বিরুদ্ধে ত্রাণের ঢেউটিন আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা গতকাল উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ করেছেন। জানা গেছে, সরকার বন্যাদুর্গত ও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ মানুষের আশ্রয়স্থল নির্মাণ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এ উপজেলায় ত্রাণের ঢেউটিন বরাদ্দ দেয়। বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি ওই ইউনিয়নে বরাদ্দকৃত ত্রাণসামগ্রীসহ এলাকার ছপিয়াল, আব্দুস সালাম মিয়া, আবেদ আলীর নামে বরাদ্দকৃত ৮ বান্ডিল ঢেউটিন ও নগদ ২৪ হাজার টাকা উত্তোলন করে সুবিধাভোগীদের মধ্যে তা বিতরণ না করে নিজের বসতবাড়ি নির্মাণ করেন। এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে আব্দুল হাকিমসহ এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ করেন। এ ব্যাপারে মজিবুর রহমান মজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বেলকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা জহুরুল হক সরদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বেলকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান সরদার জানান, মজির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা মেলায় তাকে ইতোমধ্যে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

No comments