সাকিবকে পেছনে ফেলে সেরা অলরাউন্ডার হাফিজ
আইসিসির অলরাউন্ডার তালিকায় বাংলাদেশের সাকিব আল হাসানকে পেছনে ফেলে সেরার জায়গা দখল করেছেন পাকিস্তানের মোহম্মদ হাফিজ।
ওয়ানডে
ফরম্যাটে খেলোয়াড়দের সর্বশেষ র্যাংকিং শুক্রবার প্রকাশ করে ক্রিকেটের
প্রধান সংস্থা আইসিসি। এতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি
ভিলিয়ার্স, বোলিংয়ে পাকিস্তানের পেসার হাসান আলী ও অলরাউন্ডার তালিকায়
শীর্ষস্থান দখল করেন মোহাম্মদ হাফিজ।
দক্ষিণ
আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান
হারিয়েছেন সাকিব। পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দারুণ করেছেন
মোহাম্মদ হাফিজ। বল ও ব্যাট হাতে সমানতালে পারফর্ম করছেন তিনি। ৩৬০ পয়েন্ট
নিয়ে শীর্ষে উঠেছেন হাফিজ। ২০১৩ সালের জানুয়ারিতে সর্বপ্রথম অলরাউন্ডার
র্যাংকিংয়ে শীর্ষে উঠেন হাফিজ। এরপর সাকিবের কাছে সিংহাসন হারান।
তবে এমন সুখবর পাবার একদিন পরই সন্দেহজনক বোলিং অ্যাকশনের বেড়াজালে পড়েছেন হাফিজ।
No comments