১৫ কোটি বছর পূর্বের প্রাণীর ফসিল আবিষ্কার
সংগৃহীত ছবি
এ ব্যাপারে ভারত ও জার্মানের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে গঠিত গবেষণা দলের প্রধান অধ্যাপক গুনতুপাল্লি ভিআর প্রাসাদ বলেন, সাড়ে পাঁচ মিটার (১৮ ফিট) এ ফসিলটি প্রায় সম্পূর্ণ অবস্থায় পাওয়া গেছে। তবে মাথার খুলি ও লেজের হাড়ের কিছু অংশ পাওয়া যায়নি।
জানা গেছে, ইকথিয়োসর নামের মেসোজোয়িক যুগের একটি বিলুপ্ত সামুদ্রিক সরীসৃপ এটি। সরীসৃপটি দীর্ঘ মাথা, চারটি ডানা এবং একটি খাড়া লেজ বিশিষ্ট।
এদিকে প্লোস ওয়ান সায়েন্স জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এটি সম্পর্কে বলা হয়, এটি শুধু অসাধারণ আবিষ্কারই নয় এটি ভারতের জুরাসিক সময়ের ইকথিয়োসরের প্রথম নমুনা।
সূত্র: বিবিসি
No comments