মাকড়সা নয়, তবে কী প্রজাপতি! ভিডিও ভাইরাল
দেখা যাচ্ছে, পতঙ্গটির মথের মতো শরীর। কিন্তু তার নীচের অংশে মাকড়সার মতো লোমশ দাঁড়া।
পতঙ্গ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি একটি ক্রিয়েটোনোটোস গ্যাঞ্জিস মথ। আমাদের দেশের গঙ্গাফড়িংয়ের জ্ঞাতি।
ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, জাপান, তাইল্যান্ড, নিউ গিনি এবং কুইন্সল্যান্ডে একে দেখা যায়। জটিল দাঁড়া ও ফেরোমন এদের বৈশিষ্ট্য। তেতো স্বাদের গাছে এদের বাসা বাঁধতে দেখা যায়। খবর এবেলার।
No comments