Breaking News

কমিটি গঠন নিয়ে ঢাকা ওয়াসায় শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা ওয়াসায় শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির কমিটিকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতির বর্তমান কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও সম্পাদক আনিছুর রহমান অবসর জীবন যাপন করছেন। তারপরও তারা শ্রমিকনেতা হিসেবে আইনি সুবিধা নেয়া ছাড়াও ঢাকা ওয়াসার শ্রমিক কর্মচারী সংগঠন ও সমবায় সমিতির নেতৃত্ব জোরপূর্বক দখল করে রেখেছে। বিষয়টি কর্মরত শ্রমিক নেতাদের একটি অংশ মেনে নিতে চাচ্ছেন না। এ নিয়ে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
সম্প্রতি শ্রমিক নেতা আনোয়ার হোসেনকে আহ্বায়ক এবং আবু তালেব মোড়লকে সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির নেতারা তাদের সদস্যসহ গতকাল ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সাথে দেখা করতে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সমিতির পুরনো কমিটির সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে বের করে দেন। এ সময় কমপক্ষে সাতজন আহত হন।
ঢাকা ওয়াসার কর্মচারী বহুমুখী সমবায় সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, সমবায় অধিদফতর থেকে আমাকে আহ্বায়ক করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে। কমিটির এ তালিকা এমডির দফতরে জমা দিতে গেলে অবৈধ কমিটির নেতৃবৃন্দ আমাদের ওপর হামলা করেছেন। এ সময় সাতজনের মতো আহত হয়েছেন। এর মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

No comments