'৪০ হাজারের গরু ৭০ হাজারে'
গত দুইদিন গরুর দাম তুলনামূলক স্বাভাবিক থাকলেও শেষ মুহূর্তে এসে গরুর
বাজার হয়ে যায় 'উল্টা-পাল্টা'। বিশেষ করে শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর
হাট গুলোতে এ চিত্র দেখা যায়।
ক্রেতা বেশি হওয়ায় গরুর দাম হয়ে যায় দ্বিগুণ। ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
হওয়ায় যে গরু সকালে ৪০ হাজার টাকায় কেনাবেচা হয়েছে সন্ধ্যার পর সে গরু ৭৫ থেকে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে। তবে বড় গরুর ক্ষেত্রে দাম অপরিবর্তিত ছিলো। বিশেষ করে লাখ টাকার উপরের গরু গুলো বাজারে রয়ে যায়।
রাজধানীর গাবতলী গরুর হাটের ক্রেতাদের অভিযোগ, বাজারে ছোট গরু নেই। তাই যে কয়টা আছে চাহিদা ব্যাপক থাকায় দামও বেড়েছে দ্বিগুণ।
দোহার থেকে ধুপখোলা হাটে গরু নিয়ে আসা এক ব্যবসায়ী জানান, বাজারে গরু নেই, যত গুলো গরু নিয়ে এসেছি, ভালো দামে বিক্রি করেছি।
এছাড়াও রাজধানীর শ্মশান ঘাট, গোলাপবাগ, আফতাবনগর পশুর হাট গুলোতেও একই চিত্র লক্ষ্য করা যায়। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাজধানীর এসব অস্থায়ী হাটে বেশ ভিড় দেখা যায়।
ক্রেতা বেশি হওয়ায় গরুর দাম হয়ে যায় দ্বিগুণ। ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
হওয়ায় যে গরু সকালে ৪০ হাজার টাকায় কেনাবেচা হয়েছে সন্ধ্যার পর সে গরু ৭৫ থেকে ৮০ হাজার টাকা বিক্রি হয়েছে। তবে বড় গরুর ক্ষেত্রে দাম অপরিবর্তিত ছিলো। বিশেষ করে লাখ টাকার উপরের গরু গুলো বাজারে রয়ে যায়।
রাজধানীর গাবতলী গরুর হাটের ক্রেতাদের অভিযোগ, বাজারে ছোট গরু নেই। তাই যে কয়টা আছে চাহিদা ব্যাপক থাকায় দামও বেড়েছে দ্বিগুণ।
দোহার থেকে ধুপখোলা হাটে গরু নিয়ে আসা এক ব্যবসায়ী জানান, বাজারে গরু নেই, যত গুলো গরু নিয়ে এসেছি, ভালো দামে বিক্রি করেছি।
এছাড়াও রাজধানীর শ্মশান ঘাট, গোলাপবাগ, আফতাবনগর পশুর হাট গুলোতেও একই চিত্র লক্ষ্য করা যায়। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাজধানীর এসব অস্থায়ী হাটে বেশ ভিড় দেখা যায়।
No comments