Breaking News

হাতকড়া বাঁধা অবস্থায় সাঁতরে গিনেস বুকে নাম তুললেন ইরানি নারী সাঁতারু

গিনেজ রেকর্ড হাতে এলহাম সাদাদ আসগারিইরানি নারী সাঁতারু এলহাম সাদাদ আসগারির নাম গিনেস বুকে উঠেছে। ৩৬ বছর বয়সী ইরানি নারী ক্রীড়াবিদ সম্প্রতি হাতকড়া বাঁধা অবস্থায় অবিরাম তিন ঘণ্টার বেশি পারস্য উপসাগরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করায় গিনেস বুকে তার নাম উঠেছে।

রাজধানী তেহরান থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিণে বুশেহর বন্দরে সম্প্রতি তিনি সাঁতার কেটেছেন। কয়েক দিন আগে তেহরানে এক অনুষ্ঠানের মাধ্যমে গিনেস বিশ্ব রেকর্ড সনদ দেয়া হয়।
ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, এ রেকর্ড করতে যেয়ে আমাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। ইরানের প্রতি গভীর ভালোবাসা এবং আমার বন্ধুদের ব্যাপক সমর্থনের কারণে ইরানি প্রথম নারী হিসেবে গিনেস রেকর্ড করতে পেরেছেন বলেও জানান তিনি।
এ ছাড়া, আরো পাঁচ রেকর্ড করার জন্য এখন তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান।

No comments