ঝরঝরে চুলের জন্য
মাথায়
অস্বস্তি বোধ করছেন? কিংবা চুল পড়ে যাচ্ছে? চুলে খুশকি হওয়ার কারণে
হরহামেশা অনেকেরই এমনটা হতে দেখা যায়। হতে পারে খুশকি হওয়ার কারণে চুল
এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু চুলের স্টাইল ঠিক রাখা তো চাই-ই। ছেলেদের চুল
খুশকিমুক্ত রাখার ব্যাপারে পরামর্শ দিয়েছেন পারসোনা অ্যাডামসের ধানমন্ডি
শাখার ইনচার্জ মাসুম বিল্লাহ্ খান।
কয়েকটি কারণে খুশকি হতে পারে, বললেন মাসুম বিল্লাহ্। এর
মধ্যে মাথার ত্বক অপরিষ্কার রাখা এবং ভেজা চুল নিয়ে বাইরে যাওয়া অন্যতম।
ভেজা চুল বলতে সেটা হতে পারে, গোসল করার পর চুল পুরোপুরি না শুকিয়ে কিংবা
জেল লাগিয়ে বাইরে যাওয়া। মানে বাইরে যাওয়ার সময় চুলে তরল জাতীয় কোনো কিছু
থাকা উচিত নয়। এতে মাথায় ময়লা জমে। তাতে খুশকির সৃষ্টি হয়।
এর থেকে বাঁচার উপায়? মাসুম বিল্লাহ্ খান জানালেন, বাসায়
সপ্তাহে অন্তত দুইবার নারকেল তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করে নিতে হবে।
এরপর চুলে শ্যাম্পু লাগিয়ে মাথা পরিষ্কার করে নিতে হবে। তাহলে চুলের খুশকি
দূর হবে। এ ছাড়া যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের নিয়মিত অ্যান্টি-ড্যানড্রাফ
শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করা উচিত। মনে রাখতে হবে, ত্বক পরিষ্কার
রাখলে খুশকি হবে না। তাই নিয়মিত শ্যাম্পু ব্যবহার করাটা জরুরি। ধরুন, সকালে
চুলে শ্যাম্পু করে বাইরে গেছেন, আর ফিরলেন বিকেল কিংবা তারও পরে। এসেই
গোসল সেরে নিলেন কিন্তু ভাবলেন, সকালে শ্যাম্পু করে বের হয়েছেন এখন আর করতে
হবে না। বিষয়টা তেমন নয়। কখন শ্যাম্পু করেছেন সেটা মূল বিষয় নয়। চুলে ময়লা
জমেছে কি না, সেটাই হচ্ছে আসল বিষয়। তাই ময়লা জমলেই শ্যাম্পু করতে হবে। আর
মাঝেমধ্যে সেলুন বা পারলারে গিয়েও চুলের বিভিন্ন ট্রিটমেন্ট করে আসতে
পারেন। তাহলে খুশকিমুক্ত তো হবেই, পাশাপাশি বাড়বে চুলের উজ্জ্বলতা।
No comments