পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন দাউদ ইব্রাহিম

কাসকরের দাবি, সম্পূর্ণ সুস্থ এবং বহাল তবিয়তে আছেন দাউদ ইব্রাহিম। শুধু তাই নয়, নিরাপত্তা নিয়ে পাকিস্তানে ঘুরে বেড়াচ্ছেন তিনি!
ইকবাল কাসকরের স্ত্রী রিজওয়ানা চার ছেলেমেয়েকে নিয়ে দুবাইয়ে থাকেন। গত বছর নাকি রিজওয়ানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দাউদের স্ত্রী মেহজাবিন। তখন তার সঙ্গে ছিল পাকিস্তানের পাসপোর্ট। দাউদের স্ত্রীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলেও জানায় ইকবাল কাসকর।
কাসকরের দেয়া তথ্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ এর আগে কাসকর জানিয়েছিলেন, ফোনকল রেকর্ড হওয়ার আশংকায় আত্মীয়দের এবং লোকজনদের ফোন করছেন না দাউদ ইব্রাহিম। কাসকরের এসব কথাবার্তার কোনো সত্যতা আছে কিনা- তাও খতিয়ে দেখছে পুলিশ।
গত ১৮ সেপ্টেম্বর কাসকরকে গ্রেফতার করে পুলিশ। মুম্বাইয়ে দাউদের রিয়েল এস্টেট-এর ব্যবসা সামলাতেন কাসকর।
Post Comment
No comments