বাকিতে বিমান ভ্রমণের সুযোগ



বাকিতে বিমান ভ্রমণের সুযোগ
                                                                      সংগৃহীত ছবি
ভ্রমণ পিপাসুদের জন্য এবার বাকিতে বিমান ভ্রমণের অফার দিয়েছে (ইউএই) 'ইতিহাদ এয়ারওয়েজ'। ৩-৬ মাসের কিস্তিতে ভাড়া পরিশোধের সুযোগ দিয়ে 'ফ্লাই নাউ পে
লেটার' নামে এ অফার দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিটি।
ইতিহাদ এয়ারওয়ের ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। তবে সবার জন্য এ অফার প্রযোজ্য নয়। এ সুবিধা পেতে হলে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টলমেন্ট করতে হবে। অফারের আওতায় ক্রেডিট কার্ডধারী তার পরিবারের সদস্যদেরও একই সুবিধায় বিমান ভ্রমণ করাতে পারবেন।
ইতিহাদ এয়ারওয়ের ভাইস প্রেসিডেন্ট  জাস্টিন অর্বি বলেন, বিমান ভ্রমণ অনেক সময় ব্যয়বহুল হয়ে পড়ে। বিশেষ করে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার ক্ষেত্রে এটা হয়। আমাদের এ অফারটি পরিবারের জন্য বিমান ভ্রমণের দারুণ সুযোগ তৈরি করে দেবে।

No comments