রাজধানীসহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধ এবং নাগরিকত্ব পুনর্বহালের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগরী : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দেিণর উদ্যোগে একটি মিছিল রাজধানীর গুলিস্তান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও এলাকা প্রদণি করে বংশালে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার সরকারের নির্যাতনে আরাকান আজ জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আরাকানে বৌদ্ধদের এ জঘন্যতম গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধন পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। এ নৃশংস গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত। অপর দিকে অর্ধ-বস্ত্রাধীন, আহার-নিদ্রাহীন মৃতপ্রায় এই নারী-পুরুষ ও শিশুরা যখন জীবন বাঁচাতে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, তখন বাংলাদেশ সরকারের নির্মম আচরণ ও আন্তর্জাতিক মোড়লদের নীরবতা আমাদের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের বিবেকবান মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এ সঙ্কটের স্থায়ী সমাধান করা। সমাবেশে ও মিছিলে নেতাকর্মীদের দাবি ছিল, মিয়ানমারে জাতিসঙ্ঘের শান্তিরী বাহিনী মোতায়েন, আন্তর্জাতিক অবরোধ আরোপ, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীর গণহত্যার বিচার এবং রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও পুনর্বাসন করতে হবে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী একটি জাতির জনগোষ্ঠীকে উৎখাত করার জন্য জঘন্য গণহত্যা ও হামলা চালাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের শিকার নারী, শিশু এবং বৃদ্ধ মুসলিম-হিন্দু নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যগতভাবে রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের নাগরিক। তিনি অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব পুনর্বহাল এবং তাদের পুনর্বাসনের জোর দাবি জানান।
মিয়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ এবং তাদের নাগরিকত্ব পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর জামায়াতের উদ্যোগে বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত বিােভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ দিকে একই দাবিতে পৃথক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে (আরাকানে) নিরাপত্তাবাহিনী (মগসেনারা) মুসলিম রোহিঙ্গা নাগরিকদের গণহত্যা, ধর্ষণ, গুলি ও বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে চরম মানবতাবিরোধী অপরাধ করছে। তিনি অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিয়ে আবার নাগরিকত্ব বহালের জোর দাবি জানান।
সিলেট ব্যুরো জানায়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে গিয়ে শেষ হয়।
বরিশাল ব্যুরো জানায়, মিয়ানমারের আরাকান প্রদেশে মুসলিম নিধন ও নির্যাতনের প্রতিবাদে জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি বরিশালে পালিত হয়েছে। গতকাল সকালে নগরীরর নথুল্লাবাদ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের অন্যতম নেতা মো: নাসির উদ্দিন, মীর মাহবুুবর রহমান, মো: শাহীন আলম ও মো: জাকির হোসেন।
দিনাজপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার রামডুবি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন : শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোল্লা মো: তোয়াব আলী, সদর উপজেলা জামায়াতের আমির মো: সাদেকুল ইসলাম, সদর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মো: তসলিমুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান।
গাজীপুর সংবাদদাতা জানান, মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপো করে গাজীপুর মহানগর জামায়াত বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মহানগর আমির অধ্য এস এম সানাউল্লাহর নেতৃত্বে মিছিলটি গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা থেকে শুরু হয়ে কলম্বিয়া গার্মেন্টের সামনে এসে শেষ হয়।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নারীদের ধর্ষণ, শিশুসহ সব শ্রেণিপেশার মানুষকে গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা জেলা উত্তরের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির প্রায় ৩০০ শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ওই সড়কের জামগড়া শিমুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও শাখা। গতকাল সকালে বিপুল জামায়াত-শিবির নেতাকর্মীর উপস্থিতিতে কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর যে অমানবিক হত্যাকাণ্ড পরিচালনা করছে তা অত্যন্ত বেদনাদায়ক।
ঢাকা মহানগরী : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দেিণর উদ্যোগে একটি মিছিল রাজধানীর গুলিস্তান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও এলাকা প্রদণি করে বংশালে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দেিণর নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার সরকারের নির্যাতনে আরাকান আজ জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। আরাকানে বৌদ্ধদের এ জঘন্যতম গণহত্যা, বর্বর নির্যাতন ও জাতিগত নিধন পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। এ নৃশংস গণহত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত। অপর দিকে অর্ধ-বস্ত্রাধীন, আহার-নিদ্রাহীন মৃতপ্রায় এই নারী-পুরুষ ও শিশুরা যখন জীবন বাঁচাতে প্রতিবেশী মুসলিম রাষ্ট্র বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, তখন বাংলাদেশ সরকারের নির্মম আচরণ ও আন্তর্জাতিক মোড়লদের নীরবতা আমাদের বিবেককে স্তব্ধ করে দিয়েছে। তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের বিবেকবান মানুষকে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের দায়িত্ব হচ্ছে, তাদের নিরাপদ আশ্রয়, খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করা। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এ সঙ্কটের স্থায়ী সমাধান করা। সমাবেশে ও মিছিলে নেতাকর্মীদের দাবি ছিল, মিয়ানমারে জাতিসঙ্ঘের শান্তিরী বাহিনী মোতায়েন, আন্তর্জাতিক অবরোধ আরোপ, মিয়ানমার সরকার ও সামরিক বাহিনীর গণহত্যার বিচার এবং রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব ও পুনর্বাসন করতে হবে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী একটি জাতির জনগোষ্ঠীকে উৎখাত করার জন্য জঘন্য গণহত্যা ও হামলা চালাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের শিকার নারী, শিশু এবং বৃদ্ধ মুসলিম-হিন্দু নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। ঐতিহ্যগতভাবে রোহিঙ্গা মুসলমানেরা মিয়ানমারের নাগরিক। তিনি অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব পুনর্বহাল এবং তাদের পুনর্বাসনের জোর দাবি জানান।
মিয়ানমারের মুসলিম গণহত্যা বন্ধ এবং তাদের নাগরিকত্ব পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর জামায়াতের উদ্যোগে বহদ্দারহাট মোড়ে অনুষ্ঠিত বিােভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ দিকে একই দাবিতে পৃথক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে (আরাকানে) নিরাপত্তাবাহিনী (মগসেনারা) মুসলিম রোহিঙ্গা নাগরিকদের গণহত্যা, ধর্ষণ, গুলি ও বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ করে চরম মানবতাবিরোধী অপরাধ করছে। তিনি অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং পালিয়ে আসা মুসলিম রোহিঙ্গা নাগরিকদের ফিরিয়ে নিয়ে আবার নাগরিকত্ব বহালের জোর দাবি জানান।
সিলেট ব্যুরো জানায়, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে গিয়ে শেষ হয়।
বরিশাল ব্যুরো জানায়, মিয়ানমারের আরাকান প্রদেশে মুসলিম নিধন ও নির্যাতনের প্রতিবাদে জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি বরিশালে পালিত হয়েছে। গতকাল সকালে নগরীরর নথুল্লাবাদ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন নগর জামায়াতের অন্যতম নেতা মো: নাসির উদ্দিন, মীর মাহবুুবর রহমান, মো: শাহীন আলম ও মো: জাকির হোসেন।
দিনাজপুর সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দিনাজপুর জেলা জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার রামডুবি এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন : শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোল্লা মো: তোয়াব আলী, সদর উপজেলা জামায়াতের আমির মো: সাদেকুল ইসলাম, সদর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মো: তসলিমুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণে জোর দাবি জানান।
গাজীপুর সংবাদদাতা জানান, মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপো করে গাজীপুর মহানগর জামায়াত বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মহানগর আমির অধ্য এস এম সানাউল্লাহর নেতৃত্বে মিছিলটি গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকা থেকে শুরু হয়ে কলম্বিয়া গার্মেন্টের সামনে এসে শেষ হয়।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নারীদের ধর্ষণ, শিশুসহ সব শ্রেণিপেশার মানুষকে গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় প্রচণ্ড বৃষ্টির মধ্যে বিক্ষোভ মিছিল হয়।
ঢাকা জেলা উত্তরের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির প্রায় ৩০০ শতাধিক নেতাকর্মী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি ওই সড়কের জামগড়া শিমুলতলা এলাকায় গিয়ে শেষ হয়।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁও শাখা। গতকাল সকালে বিপুল জামায়াত-শিবির নেতাকর্মীর উপস্থিতিতে কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের ওপর যে অমানবিক হত্যাকাণ্ড পরিচালনা করছে তা অত্যন্ত বেদনাদায়ক।
No comments